Earthquake Representative Photo (Photo Credits: X)

নয়াদিল্লিঃ কলকাতার(Kolkata) পর এবার অসম(Assam)। মধ্যরাতে জোরাল ভূমিকম্পে(Earthquake) কেঁপে উঠল অসম। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ২ টো ১৫ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মোরিগাঁও। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে। গুয়াহাটি সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

অসমে জোরাল ভূমিকম্প, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫

প্রসঙ্গত, অসম সিসমিক জোন ৫-এর উপরে অবস্থিত হওয়ায়, তা অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকার তালিকায় পড়ে। অতীতে ১৯৫০ ও ১৮৯৭ সালে জোরাল ভূমিকম্পে দুলে ওঠে অসম। সে বার ৮ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক। অন্যদিকে, দিন দুয়েক আগেই ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একটা বড় অংশ। যার আঁচ পৌঁছয় পড়শিদেশ বাংলাদেশ পর্যন্তও। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলেমিটার গভীরে। এ ছাড়া গত সপ্তাহে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি, বিহার, অসম ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল। সে বার কম্পনের মাত্রা ছিল ৮।

 দেশে ফের ভূমিকম্প, কলকাতার পর দুলে উঠল অসম, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা