
নয়াদিল্লিঃ শেষ হয়েছে দেড়মাস ব্যাপী মহাকুম্ভ মেলা(Mahakumbh 2025)। গত ২৬ ফেব্রুয়ারি শেষ হয়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। দেশ-বিদেশ থেকে বিভিন্ন স্তরের মানুষ এই মেলায় অংশগ্রহণ করেছে। সঙ্গমে ডুব দিয়েছেন কোটি-কোটি মানুষ। আর যারা আসতে পারেননি তাঁদের জন্য পবিত্র সঙ্গমের জল পাঠানোর ব্যবস্থা করল উত্তরপ্রদেশ প্রশাসন। এর আগে দেশের বিভিন্ন জেলের বন্দিদের জন্য পাঠানো হয়েছিল মহকুম্ভের জল। এবার সঙ্গমের জল এল উত্তরপ্রদেশের বিভিন্ন থানায়। সেখানে সঙ্গমের জল নিলেন পুলিশ অফিসার সহ থানার কর্মীরা। বুধবার সকালে উত্তরপ্রদেশের বাস্তি থানায় আসে 'অমৃত জল ট্যাঙ্কার'। তাতে করেই জল সরবরাহ করা হচ্ছে থানায় থানায়। প্রসঙ্গত, ৪৫ দিনব্যাপী এই মেলা শেষ হওয়ার পরই সঙ্গমের জল বাড়ি বাড়ি পাঠাতে উদ্যোগী উত্তরপ্রদেশ প্রশাসন। উত্তরপ্রদেশের ৭৫ জেলায় সঙ্গমের জল পৌঁছতে কাজে লাগানো হয়েছে দমকলের গাড়িকে। মহাকুম্ভ মেলা প্রাঙ্গনের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রমোদ শর্মা জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ মতোই আগামী কয়েক মাস সব জেলা সদর থেকে কুম্ভের এই পবিত্র জল বিলির ব্যবস্থা করা হবে। সবাই সেই সংগ্রহ করে নিজের বাড়িতে রাখতে পারবেন।’
দমকলের গাড়িতে সঙ্গমের জল পৌঁছল থানায়-থানায়, দেখুন ভিডিয়ো
Basti, Uttar Pradesh: An Amrit Ganga Jal tanker reached the Basti Police Line, where police personnel collected the holy water pic.twitter.com/IqXE8vTZht
— IANS (@ians_india) March 5, 2025