নতুন দিল্লি, ২৯ জানুয়ারি: দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের (Israeli Embassy) সামনে বিস্ফোরণের পরই দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হল। দেশের সব বিমানবন্দর, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সরকারি ভবনে সতর্কতা জারি করা হয়েছে। সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সিআইএসএফ (CISF)। আজ সন্ধে ৫টা ৫ নাগাদ জিন্দাল হাউসের কাছে এপিজে আবদুল কালাম রোডে ইজরায়েলি দূতাবাসের IED বিস্ফোরণ হয়। দূতাবাসের ভবনের বাইরের একটি ফুটপাথের কাছে বিস্ফোরণ ঘটেছিল। এই ঘটনায় রাস্তার উল্টোদিকে পার্ক করা বেশ কয়েকটি গাড়ির উইন্ডস্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে এবং আবদুল কালাম রোডে যান চলাচল বন্ধ করা হয়েছে। ফায়ার ব্রিগেডের এক কর্তা জানিয়েছেন, বিস্ফোরণের খবর বিকেল ৫টা ৪৫ নাগাদ আসে। তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ আহত হয়নি। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, জিন্দাল হাউসের কাছে এপিজে আবদুল কালাম রোডে সন্ধ্যা ৫টা ৫ মিনিটে একটি খুব কম-তীব্রতার ইম্প্রোভাইজড ডিভাইস (IED) বিস্ফোরণ। কারোর জখমের খবর পাওয়া যায়নি। ৩টি গাড়ির উইন্ডস্ক্রিনের ক্ষতি হয়েছে। মনে হচ্ছে আতঙ্ক তৈরির জন্য দুষ্টু প্রচেষ্টা। আরও পড়ুন: Blast Near Israeli Embassy: দিল্লির ইজরায়েলের দূতাবাসের সামনে IED বিস্ফোরণ
বিজয় চক থেকে ২ কিলোমিটারেরও কম দূরত্বে এই বিস্ফোরণ ঘটেছে। যেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের অন্য সদস্যরা বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন