Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

ভেজাল জিনিসপত্র দিয়ে দেওয়াল বানাতে গিয়ে বিপত্তি। নির্মীয়মাণ দেওয়াল ভেঙে মৃত্যু হল তিন শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি দুজন।  বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার (Greater Noida) ইকোটেক থানা এলাকার। এথানে একটি বহুতলের বেসমেন্টে দুর্ঘটনাটি ঘটে। এই অভিযোগে ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ধৃত ব্যক্তি ঠিকাদার ছিলেন এবং তিনি দেওয়াল তৈরি করার জিনিসপত্র জোগান দিয়েছিলেন।

নির্মীয়মাণ দেওয়াল ভেঙে দুর্ঘটনা

জানা যাচ্ছে, অভিযুক্ত কনট্রাক্টর বহুতলের মেরামতি করার বরাত নিয়েছিলেন। সেই মতো আজ বেসমেন্টে একটি দেওয়াল বানানোর কাজ চলছিল। সেই কাজ চলাকালিন আচমকাই ওই দেওয়াল শ্রমিকদের ঘাড়ের ওপর ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনোসিটি ফার্স্ট থানার পুলিশ। তাঁরা গিয়ে পাঁচ শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে।

দুর্ঘটনায় মৃত ৩

তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা এই ঘটনায় তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে দুই মহিলা ও এক পুরুষ শ্রমিক ছিলেন। আহত দুজনের অবস্থাই এখন আশঙ্কাজনক। দুর্ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।