মথুরায় ভয়াবহ বিস্ফোরণ (ছবিঃX@IANS

নয়াদিল্লিঃ মথুরায়(Mathura) ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর জখম কমপক্ষে ১০ কর্মী। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে মথুরায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারির এবিইউ ইউনিটে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। রিফাইনারিতে অ্যাটমোস্ফেরিক ভ্যাকুম ইউনিট চালু করার সময়ই এই বিপত্তি ঘটে। আগুন লাগে গোটা রিফাইনারিতে। আগুনে ঝলসে যান বেশ কয়েকজন কর্মরত শ্রমিক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কোনও কোনও কর্মীর শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। মথুরা রিফাইনারির জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ওই ইউনিটে মেরামতির কাজ চলছিল। তাই বন্ধই ছিল এবিইউ ইউনিট। মেশিন অন করতেই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলের আশেপাশে ৮ থেকে ৯ জন শ্রমিক কাজ করছিলেন সেই সময়। তাঁরাই আহত হন। তাঁদের মধ্যে ২ জনের দেহের ৫০ শতাংশ পুড়ে গিয়েছে, ২ জনের দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। বাকি ৪ জনও ২০ শতাংশ দ্বগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের দিল্লিতে স্থানান্তরিত করা হয়।"

ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ কমপক্ষে ১০ কর্মী