প্রতীকী ছবি (File Image)

পারিবারিক অশান্তির জেরে নিজের মেয়েকে জলে ডুবিয়ে মারল মা। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) দ্বারকাপুরী থানা এলাকার প্রজাপত নগরে। ঘটনার তদন্তে নেমে প্রথমে পরিবারের সদস্যদের জেরা করা হলে মৃতার মায়ের অসংলগ্ন উত্তরে সন্দেহ হয় পুলিশের। তারপর তাঁকে চেপে ধরতেই সে তাঁর অপরাধ শিকার করেন। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আসলে ধৃত মহিলা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা। এর আগেও পারিবারিক অশান্তির মাঝে নিজের মেয়েকে মাটিতে আছড়ে ফেলে মারতে চেয়েছিল সে।

মানসিকভাবে অসুস্থ ছিলেন মহিলা

জানা যাচ্ছে, অভিযুক্ত মহিলার নাম বর্ষা। কয়েকবছর আগেই অবিনাশ নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। যদিও দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পরেই বর্ষার ছোট বিষয় নিয়ে মাথা গরম এবং জিনিসপত্র ছুঁড়ে ফেলার প্রবণতা দেখতে পায় পরিবারের সদস্যরা। তখন মহিলার বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মানসিক সমস্যার কথা স্বীকার করেন। সেই মতো চিকিৎসা চলছিল। এদিন সকালে পরিবারের সঙ্গে অশান্তি হয় বর্ষার।

দেহ উদ্ধার করে পুলিশ

তখন থেকেই তাঁর রাগ ছিল। এদিকে এদিন সকাল থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন অবিনাশ। সকালে সে বাথরুমে গেলে এবং তাঁর বাবা-মা অন্য কাজে ব্যস্ত দেখে, সুযোগ বুঝে রাগের মাথায় ৮ মাসের ঘুমন্ত শিশুকন্যাকে ছাঁদে নিয়ে চলে যায় সে। তারপর জলের ট্যাঙ্কে ফেলে দিয়ে ট্যাঙ্কের মুখ চাপা দিয়ে নিচে চলে আসে। বেশ কিছুক্ষণ নিখোঁজ দেখতে পেয়ে পরিবারের লোকজনেরা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে তল্লা্শি অভিযান চালিয়ে জলের ট্যাঙ্ক থেকে শিশুকন্যার দেহ উদ্ধার করে।