এবার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল অমৃতসরের (Amritsar) দুই যুবকের বিরুদ্ধে। ধৃতরা সরাসরি আইএসআই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখত বলে জানা যাচ্ছে। শনিবার রাতে অমৃতসরের গ্রামীণ পুলিশের তল্লাশি অভিযানে পাকড়াও হয় দুই অভিযুক্ত। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের ফোন। যদিও সেই ফোন থেকে অধিকাংশ তথ্য মুছে ফেলা হয়েছে বলে ধারনা তদন্তকারীদের। তবে অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে নথিপত্র। তাঁরা পেনড্রাইভের মাধ্যমে সীমান্তে তথ্যপাচার করত বলে দাবি পাঞ্জাব পুলিশের।

আইএসআই এজেনটদের সঙ্গে যোগসূত্র

ধৃতদের নাম গুরপ্রীত সিং ওরফে গোপী ফৌজি এবং সাহিল মাসিহ ওরফে সালি। অভিযুক্তদের মধ্যে গুরপ্রীতর সঙ্গে আইএসআই আধিকারিকদের যোগাযোগ ছিল। সে সমস্ত গোপন তথ্য সংগ্রহ করত এবং সীমান্তে তা পাচার করার কাজ ছিল সাহিলের। ধৃতদের সঙ্গে পাকিস্তানের আইএসআই হ্যাণ্ডেলার রানা যাদবের যোগাযোগ ছিল। তবে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

জ্যোতি মালহোত্রার গ্রেফতারি

অপারেশন সিঁদুরের কয়েকদিন পর হরিয়ানায় পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে জনপ্রিয় ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর সঙ্গে পাক সেনা, আইএসআই এজেন্ট, পাক হাই কমিশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ ছিল। এবং সে একাধিকবার পাকিস্তানেও গিয়েছিল। এই ঘটনার তদন্তে নেমে হরিয়ানার পাশাপাশি রাজস্থান, গুজরাট, পাঞ্জাব থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক মানুষ গ্রেফতার হয়েছে।