ফের তল্লাশি অভিযান চালিয়ে অমৃতসর (Amritsar) থেকে উদ্ধার মাদক। শুক্রবার দুটি পৃথক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৯ যুবককে। তাঁদের থেকে উদ্ধার হয়েছে ৫টি পিস্তন, ৯ কোটি ৭০ লক্ষ টাকা এবং দেড় কেজি হেরোইন। ধৃতদের মধ্যে ২ জন মালেশিয়া থেকে পাঞ্জাবে এসেছিল মাদক পাচার করতে। দুজনেই অবশ্য ভারতীয় নাগরিক। তাঁদের সঙ্গে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিনই আরেকটি তল্লাশি অভিযানে ৫ জন হাওয়ালা টাকা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের থেকেও উদ্ধার হয়েছে মাদক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র
জানা যাচ্ছে, অমৃতসর কমিশনারেট পুলিশের একটি অভিযান থেকে উদ্ধার হয়েছে ১ কেজির বেশি মাদক ও ৫টি পিস্তল। গ্রেফতার করা হয় তিনজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় মাদকের প্যাকেটগুলি মালেশিয়া থেকে আনা হয়ছিল এবং অমৃতসরে সেটি পাচার করার কথা ছিল। এদিকে অমৃতসরের আরেকটি প্রান্ত থেকে গ্রেফতার করা হয় ৬ জনকে। তাঁদের থেকে উদ্ধার হয়েছে ১৫০-২০০ গ্রাম হেরোইন। সেই সঙ্গে ৯ লক্ষ ৭০ হাজার টাকা। যা হাওয়ালার মাধ্যমে পাচারকারীদের হাতে পৌঁছে দিত ধৃতরা।
পাচারচক্রের সঙ্গে পাক যোগ
পুলিশসূত্রে খবর, দ্বিতীয় ঘটনায় ধৃতদের মধ্যে দুজন কর্ণাটক এবং বাকিরা পাঞ্জাবের বাসিন্দা ছিল। এই পাচারচক্রের মাথারা পাকিস্তান ও মালেশিয়ায় সক্রিয়। এর আগেও পাঞ্জাব থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তা্ঁদের থেকেও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের মাদক।