Representational Image (Photo Credits: Pixabay)

মাদক চক্রের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল পঞ্জাব (Punjab) পুলিশ। পুলিশের জালে কুখ্যাত অভিযুক্ত সেভেনবীর। সেই সঙ্গে আরও পাঁচজন গ্রেফতার হয়েছে। যার মধ্যে এক মহিলা পাচারকারী রয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে কমপক্ষে ৪ কেজি হেরোইন। এছাড়া অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র। জানা যাচ্ছে, পাকিস্তানে মাদক পাচারকারীদের সঙ্গে সরাসরি যোগযোগ ছিল তিনজনের। তাঁদের সাহায্যে সীমান্ত এলাকায় চোরাপথে দীর্ঘদিন ধরে মাদক পাচার চলত। ইতিমধ্যেই অভিযুক্তদের মোবাইল সহ একাধিক ডিভাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পাকিস্তান থেকে মাদক পাচারের কারবার চলত

জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে অমৃতসর কমিশনারেট পুলিশের একটি দল তল্লাশি অভিযানে বেরোয়। তারপরই তদন্তকারী দলের হাতে দুটি পৃথক জায়গায় আটক হয় আন্তর্জাতিক মাদক-পাচকারী কার্টেল। গ্রেফতার হওয়া ৬ জনই একে অপরের পরিচিত। এদের পাণ্ডা হল সেভেনবীর। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, তাঁর সঙ্গে পাকিস্তানের মাদক পাচারকারীর সরাসরি যোগাযোগ থাকত। সেভেনবীর পাচারের তথ্য জাসবী কৌর এবং রঞ্জিত ওরফে চিতাকে দিত। সেখান থেকে তাঁরা বাকি সদস্যদের সাহায্যে সীমান্ত থেকে মাদক উদ্ধার করত।

জারি রয়েছে তদন্ত

পুলিশসূত্রে খবর, এই চক্রে আরও অনেকে জড়িত রয়েছে। তাঁদের খোঁজে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্তকারী দল। গোটা ঘটনার তদন্ত এখনও চলছে। ইতিমধ্যেই ধৃতদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে পেশ করেছেো পুলিশ।