নয়াদিল্লিঃ যুদ্ধবিরতি চুক্তি (Ceasefire)খাতায় কলমে কার্যকর হলেও বাস্তবে তা লঙ্ঘন করেছে 'ঝুটা' পাকিস্তান (Pakistan)। শনিবার সন্ধ্যা নামতেই 'জাত' চেনাতে শুরু করে পাকিস্তান। পঞ্জাব(Punjab), কাশ্মীরসহ (Jammu Kashmir) বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলার চেষ্টা চালায় পাক সোনা। জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় শোনা যায় বিস্ফোরণের শব্দ। শনিবার রাতে সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এদিন তিনি বলেন, "সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। ভারতীয় সেনাও জবাব দিচ্ছে। পাকিস্তানের এই আচরণ অত্যন্ত নিন্দনীয়। পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় সেনা। প্রয়োজনে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।"
রবিতেও অমৃতসরে জারি হাই অ্যালার্ট
তবে রবিবারের সকালে গত কয়েকদিনের থেকে ভিন্ন ছবি কাশ্মীর থেকে পঞ্জাবে। রাতভর কোথাও নতুন করে উত্তেজনার খবর মেলেনি। শোনা যায়নি বিস্ফোরণের শব্দ , হয়নি শেলিং। কিন্তু তাও হাই অ্যালার্ট জারি পঞ্জাবে। রবিবার ভোরবে অমৃতসর প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে। এদিন অমৃতসরের ডিসি একটি বিবৃতি দিয়ে জানান, "বিদ্যুৎ সরবরাহ চালু করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখনও রেড অ্যালার্টের মধ্যে রয়েছি। মাঝেমধ্যেই সাইরেন বাজবে রেড অ্যালার্টে রয়েছি আমরা তা বোঝানোর জন্য। বাড়ির বাইরে বের হবেন না। জানলা বন্ধ রাখুন। বারান্দায় পা বাড়াবেন না। গ্রিন সিগন্যাল পেলে প্রশাসনের তরফে জানানো হবে। আতঙ্কিত হবেন না। কোনওরকম সমস্যা হলে নীচে দেওয়া হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করুন।"
পঞ্জাবে এখনও জারি হাই অ্যালার্ট, বাজতে পারে সাইরেন
Amritsar, Punjab | "We have restored power supply for your convenience, but we are still on red alert. Sirens will sound now, indicating this red alert. Please don't move out of your house; stay indoors and away from windows. We will be informing you when we get the green signal.…
— ANI (@ANI) May 11, 2025
Punjab | "By way of abundant caution, please remain indoors with lights off and move away from windows. Please do not move out on the road, balcony or terrace. Don't panic. We will let you know when we can resume normal activities," DC Amritsar, in a guideline issued at 4.39 am
— ANI (@ANI) May 10, 2025