পঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার ভোরে মোগার রোড গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে পলাতক 'ওয়ারিস পঞ্জাব দে' প্রধান অমৃতপাল সিংকে। মোগা পুলিশ এখনও বিস্তারিত কিছু জানাতে না পারলেও পুলিশ সূত্রে খবর, খালিস্তানপন্থী এই নেতাকে অসমের ডিব্রুগড় জেলে স্থানান্তরিত করা হচ্ছে। অমৃতপাল সিংকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। পাঞ্জাব পুলিশ এবং জাতীয় গোয়েন্দাদের যৌথ প্রচেষ্টায় এই গ্রেফতার করা হয়। অমৃতপাল সিংহের গ্রেফতারি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "এমনটা হতেই পারে। আগে সে অবাধে ঘুরে বেড়াত, কিন্তু এখন সে তার কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে না।" গত ১৮ এপ্রিল পাঞ্জাব ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে পাঞ্জাবের মোহালি থেকে গ্রেফতার করা হয় জঙ্গি নেতা অমৃতপাল সিং-এর আরও দুই সহযোগীকে।
The latest picture of #AmritpalSingh in Punjab Police custody shared with ANI by Official sources pic.twitter.com/z7VB91Na0D
— ANI (@ANI) April 23, 2023
গত ১৫ এপ্রিল পাঞ্জাব পুলিশ তার ঘনিষ্ঠ সহযোগী জোগা সিংকে ফতেগড় সাহিব জেলার সরহিন্দ থেকে গ্রেপ্তার করে। খালিস্তানপন্থী নেতার আরেক ঘনিষ্ঠ সহযোগী পাপলপ্রীত সিংকে ১০ এপ্রিল পাঞ্জাব পুলিশ ও তার কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটের অভিযানে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মার্চে পালাতে গিয়ে এই মৌলবাদী নেতাকে 'পলাতক' ঘোষণা করা হয়েছিল। প্রায় এক মাস আগে পাঞ্জাব পুলিশ 'ওয়ারিস পাঞ্জাব দে' প্রধানের বিরুদ্ধে লুক আউট সার্কুলার (LOC) এবং জামিন অযোগ্য পরোয়ানা (NBW) জারি করে। গত ১৮ মার্চ থেকে অমৃতপালের খোঁজে তল্লাশি শুরু করে পঞ্জাব পুলিশ। গত ২৩ ফেব্রুয়ারি অমৃতপালের সমর্থকরা তাঁর এক সহযোগী লাভপ্রীত তুফানের মুক্তির দাবিতে অমৃতসরের আজনালা থানায় হামলা চালায়।