আগামী কয়েকমাসের মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগেই সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে বাদ গিয়েছে ৬৫ লক্ষ মানুষের নাম। এই নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তালিকায় বৈধ ভোটারদের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ করছে বিরোধীরা। পাল্টা ভুয়ো ভোটারই বিরোধীদের ভোটব্যাঙ্ক বলে জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার ভোটপ্রচারে বিহারের সীতামারহিতে গিয়েছিলেন তিনি। সেখানেই আরজেডি, কংগ্রেস নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।

রাহুলকে নিশানা অমিতের

শাহ এদিন বলেন, “আমরা সকলেই চাই বিহারে নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হোক। যাঁরা ভারতে জন্মায়নি, তাঁরা কেন ভোটার তালিকায় থাকারও অধিকার নেই? এই অধিকার আমাদের সংবিধান দেয় না। রাহুল গান্ধী, যিনি সংবিধান নিয়ে ঘুরে বেরান, তাঁকে সেই বইটি খুলে পড়ার অনুরোধ করছি। আমাদের সংবিধান অনুপ্রবেশকারীদের ভোটদানের অধিকার দেয় না। সেই কারণেই অনুপ্রবেশকারী বাংলাদেশি তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে”।

দেখুন অমিত শাহের বক্তব্য

তেজস্বীর অভিযোগ

প্রসঙ্গত, বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশের সময় আরজেডি নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব গুরুতর অভিযোগ তুলেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অভিযোগ ছিল, তালিকা থেকে বাদ গিয়েছে তাঁর নাম। এই নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করে কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। পাল্টা কমিশনের পক্ষ থেকে দাবি করা হয় তিনি যে এপিক নম্বর প্রকাশ্যে এনেছেন সেটি ভুয়ো এবং তাঁর নাম ভোটার তালিকায় বিদ্যমান।