নয়াদিল্লিঃ রক্তাক্ত উপত্যকা। কাশ্মীরে (Jammu Kashmir) জঙ্গি হানায় (Terrorist Attack) নিহত ২৭ নিরীহ পর্যটক। পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় (Pahalgam Terrorist Attack) ফুঁসছে গোটা দেশ। পরিস্থিতি সামাল দিতে মঙ্গল রাতেই কাশ্মীরে উড়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন রাতেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক সারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বুধ সকালে শ্রীনগরে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। বুধবার সকালে শ্রীনগরে আনা হয় নিহত পর্যটকদের দেহ। কফিন বন্দি দেহের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন শাহ।
জঙ্গি হানায় নিহতদের শেষ শ্রদ্ধা অমিত শাহের
প্রসঙ্গত, কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেয়ে সৌদি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে পা দিয়েই উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন নমো। শীঘ্রই জম্মু কাশ্মীর যেতে পারেন প্রধানমন্ত্রী। সৌদিতে বসেও জম্মু কাশ্মীরের পরিস্থিতির দিকে নজর ছিল তাঁর। ফোনে অমিত শাহের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন অমিত শাহ। অন্যদিকে মঙ্গলে জঙ্গি হানার পর আজ, বুধবার সকাল থেকে থমথমে কাশ্মীর। ডাকা হয়েছে বনধ। বন্ধ স্কুলকলেজ, দোকানপাট। মঙ্গল রাতে জঙ্গি হানার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিল কাশ্মীরের মানুষ। মঙ্গলবারই কাশ্মীর জুড়ে বনধের ডাক দেওয়া হয়। এই ডাকে সমর্থন জানায় সেখানকার রাজনৈতিক দলগুলি।
কাশ্মীরে জঙ্গি হানায় নিহত পর্যটকদের শেষ শ্রদ্ধা জানালেন অমিত শাহ
#WATCH | Union Home Minister Amit Shah pays tributes to the victims of the Pahalgam terror attack, in Srinagar, J&K pic.twitter.com/HSj2va7LsN
— ANI (@ANI) April 23, 2025