Amit Shah: ৩৭০ ধারা তুলে দেওয়ার পর কেউ পাথর ছুড়তে পারেনি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

২০১৯-এ দ্বিতীয়বারের জন্য দেশে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার প্রথম যে পদক্ষেপ নিয়েছিল সেটা কাশ্মীর থেকে ৩৭০ ধারা (Article 370) বাতিল। এই নিয়ে সেই সময় কংগ্রেস তীব্র আপত্তি তুলেছিল। কিন্তু কোনওকিছুতে কর্ণপাত না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বিল পাশ করিয়ে নিয়েছিল। ২৪-এর নির্বাচনে ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিলের সফলতাকেই প্রচারের হাতিয়ার করেছে মোদী-শাহরা।

উত্তরপ্রদেশে রবিবাসরীয় জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "যখন ৩৭০ ধারা লোকসভায় পাশ করানোর জন্য বক্তৃতা দিচ্ছিলাম, সেই সময় রাহুল গান্ধী এর বিরোধীতা করে বলেছিল এই অনুচ্ছেদ বাতিল করলেন কাশ্মীরে রক্তের নদী বইবে। কিন্তু আমরা শেষমেশ বিল পাশ করে আইনে রূপান্তর করলাম। রক্তের বন্যা তো ছেড়ে দিন, মোদী সরকারের জমানায় কেউ একটুকরো পাথরও ছোড়ার সাহস পর্যন্ত পায়নি"।

সেই সঙ্গে অমিত শাহ বলেন, "লোকসভা নির্বাচনের দুই দফা পেরিয়ে গিয়েছে। আপনার এই দুই দফার ফল নিশ্চয়ই জানতে চান? মোদীজি ইতিমধ্যেই সেঞ্চুরি পার করে দিয়েছে। কিন্তু উত্তরপ্রদেশের দুই শেহজাদা রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব এখনও অ্যাকাউন্টই খুলতে পারেনি"।