গান্ধী পরিবাবের ৪ পুরুষই পিছিয়ে পড়া শ্রেণীদের উন্নতির বিরুদ্ধে ছিলেন। রাজস্থানের নাসিরাবাদে একটি মঞ্চ থেকে এমনই মন্তব্য করতে শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
তিনি জানান, "বর্তমান সময়গুলিতে রাহুল গান্ধী ওবিসিদের সংরক্ষনের ব্যাপারে বারংবার বলে যাচ্ছেন।গান্ধী পরিবারের চতুর্থ জেনারেশন যার মধ্যে রয়েছেন জহরলাল নেহেরু, ইন্দিরা রাজীব গান্ধী এবং রাহুল গান্ধী নিজেও যারা ওবিসিদের সংরক্ষনের বিরোধীতা করেছেন।
বিজেপির প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে শাহ জানান, "এটা বিজেপি সরকার ছিল যারা ন্যাশন্যাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসকে একটি একটি সাংবিধানিক অংশের মধ্যে অর্ন্তভুক্ত করেছিল "। আমরা আমাদের দেশকে পিছিয়ে পড়া বর্গ থেকে প্রধানমন্ত্রী দিয়েছি। কংগ্রেস কখনই পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য কাজ করেনি।শুধুমাত্র মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে "।
এর পাশাপাশি রাজস্থানের অশোক গেহলত সরকারের বিরুদ্ধেও অভিযোগ জানান অমিত শাহ। তিনি জানান, " সেক্রেটারিয়েটের মধ্যে থেকে ২.৫ কোটি টাকা পাওয়া যায়। পর্যাপ্ত পরিমানে সোনা পাওয়া যায়। আমি আমার জীবনে কখনই এরকম দুর্নীতিগ্রস্থ সরকার দেখিনি। যখনই এখানে বিজেপি সরকার তৈরী হবে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাধারা থাকবে। আমরা একটি তদন্ত শুরু করব। এবং সমস্ত দুর্নীতিগ্রস্থ মানুষেরা শাস্তি পাবে। "
২৫ শে নভেম্বর রাজস্থানে নির্বাচন হওয়ার কথা রয়েছে।যার ফলাফল ঘোষিত হবে ৩ ডিসেম্বর। ২০০ আসন সংখ্যার মধ্যে ২০১৮ নির্বাচনে রাজস্থানে কংগ্রেস দখল করে ৯৯ টি আসন।যেখানে বিজেপি পায় ৭৩ টি আসন। মুখ্যমন্ত্রী হিসসেবে শপথ গ্রহণ করেন কংগ্রেসের অশোক গেহলত।
"All four generations of Gandhi family were against development of OBC": Amit Shah in Rajasthan's Ajmer
Read @ANI Story | https://t.co/PxonA2cAqL#AmitShah #RajasthanElections2023 pic.twitter.com/X0N20IJPnh
— ANI Digital (@ani_digital) November 17, 2023