আকাশ থেকে প্রয়াগরাজ (ছবিঃDD News)

নয়াদিল্লিঃ ১৪৪ পর বিশেষ যোগ। প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা(Mahakumbh 2025)। আর এই মেলা উপলক্ষে প্রত্যেকদিন প্রয়াগরাজে ভিড় জমাচ্ছেন লক্ষ লক্ষ ভক্ত। চলছে অমৃত স্নান(Holly Dip) পর্ব। আর এবার বিমান থেকে উৎসব মুখরিত প্রয়াগরাজের ছবি তুলে ধরলেন এক পাইলট। শুধু তাই নয়, অবতরণের আগে বিমানের গৎবাঁধা ঘোষণা ছেড়ে মহাকুম্ভের বিশেষত্ব নিয়ে কথা বললেন তিনি। এই বিশেষ ঘোষণায় তিনি বলেন, "যাত্রীদের অনুরোধ করব জানালা দিয়ে তাকানোর জন্য। আমরা প্রয়াগরাজ অর্থাৎ মহাকুম্ভনগরীতে অবতরণ করতে চলেছি। এই মুহূর্তে পবিত্র ত্রিবেণী সঙ্গমের উপর দিয়ে উড়ে চলেছি আমরা। যেখানে পবিত্র যমুনা এবং সরস্বতী নদী মিলেছে। এটা পূর্ণ মহাকুম্ভ। যা ১৪৪ বছর পর আসে। প্রয়াগরাজে পৌঁছনোর আমাদের প্রথম কাজ কী হবে? চলুন এই মহাউৎসবে সামিল হই। ইতিহাসের অংশ হয়ে উঠি। এই সুযোগ জীবনে বারবার আসবে না।"

কী রয়েছে এই ভাইরাল অডিও ক্লিপিংয়ে?

শুধু তাই নয়, তিনি আরও যোগ করেন, "যাত্রীরা এটা শুধু একটা যাত্রা নয়, এটা একটা আধ্যাত্বিক অভিজ্ঞতা যা আপনাদের মনে থেকে যাবে। নাগা সাধুদের থেকে আশীর্বাদ নিন এবং এই মহাসমাগমে ভেসে যান। প্রয়াগরাজে নামার জন্য তৈরি হয়ে যান। ওম নমঃ শিবায়।" ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিশেষ অডিও ক্লিপিংটি।

প্রয়াগরাজগামী বিমানে মহাকুম্ভ নিয়ে বিশেষ বিশ্লেষণ পাইলটের