দেহরাদুন, ২৯ নভেম্বর: করোনার ভয়াবহতা কমতে না কমতেই ফের নতুন প্রজাতির আতঙ্কে (Omicron COVID-19 Variant) উদ্বিগ্ন গোটা দেশ। কোভিডের এই নয়া প্রজাতির নাম ওমিক্রন। নতুন প্রজাতির সংক্রমণ রুখতে তৎপর উত্তরাখণ্ড সরকার সাফ জানিয়েছে, বাইরের রাজ্য থেকে আগত বাসিন্দাদের কোভিড টেস্ট বাধ্যতামূলক। এই প্রসঙ্গে উত্তরাখণ্ডের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা বলছে, রাজ্যের সীমানায় বাইরে থেকে আসা বাসিন্দাদের কোভিড টেস্ট করাতে হবে। প্রতিটি সীমানায় যাতে বাইরের রাজ্যের বাসিন্দাদের আরটি/ পিসিআর করা হয়, সেজন্য় প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তার দপ্তরে পৌঁছেছে নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, বাইরে থেকে আসা কোনও বাসিন্দার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ হলে সেই ব্যক্তিকে ১৫ দিনের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হবে। আরও পড়ুন- Parliament Winter Session: শীতকালীন অধিবেশনের শুরুতে সঙ্গে নিয়ে সংসদে সনিয়া গান্ধী
এই প্রসঙ্গে উত্তরাখণ্ডের স্বাস্থ্য সচিব ডক্টর পঙ্কজ কুমার পাণ্ডে সমস্ত জেলাশাসকদের এই মর্মে নির্দেশ দিয়েছেন যে,করোনার নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে সচেতন থাকতে হবে। রাজ্যের সমস্ত সীমানার চেকপোস্টে কোভিড টেস্টের বন্দোবস্ত করতে হবে। সংক্রমণের প্রমাণ মিললেই যথাযোগ্য সুরক্ষার ব্যবস্থা নিতে হবে।