দেশজুড়ে চালু হতে চলেছে এসআইআর (SIR)। ইতিমধ্যেই বিহারে এই প্রক্রিয়া শেষের পথে। আগামী কয়েকমাসের মধ্যে বাংলাতেও চালু হতে চলেছে। এই প্রক্রিয়ার কড়া বিরোধীতা করেছে ইন্ডিয়া জোট। মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে ভুয়ো ভোটার ঢোকাতে চাইছে বিজেপি। আর সেই কারণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছে কমিশন। তবে তারপরেও এসআইআরের বিরুদ্ধে অব্যাহত প্রতিবাদ। অন্যদিকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টেও চলছে মামলা।
কেন্দ্রের সমালোচনায় অমর্ত্য সেন
গোটা বিষয় নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) মন্তব্য, এসআইআর নিয়ে আমি খুব একটা উদ্বিগ্ন নই। আসলে এই মামলা এখন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রয়েছে। ভারতের গণতন্ত্র রক্ষা প্রয়োজন এটা সুপ্রিম কোর্টও মনে করে। আমি খুশি যে শীর্ষ আদালত মানুষের কথা ভাবছে। সমাজের কিছু অংশে উন্নয়নের জন্য বিপুল সংখ্যক মানুষের ক্ষতি করে লাভ নেই। ৭টি ভুল কাজ করে একটি সঠিক কাজ করলে কোনও লাভই হয় না।
দেখুন অমর্ত্য সেনের বক্তব্য
#WATCH | Kolkata, West Bengal: Nobel laureate Amartya Sen says, "I am less concerned about the SIR now...the Supreme Court also mentioned how important this issue is for Indian democracy. So I'm happy that the Supreme Court is working for the people of India in this case, even… pic.twitter.com/KnY1mLf3yt
— ANI (@ANI) August 23, 2025
ভোট চুরি নিয়ে কেন্দ্রকে আক্রমণ
প্রসঙ্গত, এসআইআর ইস্যুর মাঝেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করেন কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ভোট চুরি করেছে বিজেপি সরকার। আর তাতে সাহায্য করেছে নির্বাচন কমিশন। এই অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে বিজেপি সরকার। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।