3006 Amarnath Yatra Security (Photo Credit: X@ANI)

আগামী ২ জুলাই থেকে শুরু হবে এবছরের বার্ষিক অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2025)। পহেলগামে হামলার পর থেকে যাত্রীদের সুরক্ষার জন্য রয়েছে বহুস্তরীয় নিরাপত্তা। ৩৮ দিনের এই তীর্থযাত্রার জন্য জম্মু রেঞ্জে অন্তত ১৮০ কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে। জম্মু জোনের আইজি ভীমসেন তুতি (IG Vimsen Tuti, Jammu Zone) জানান, চলতি বছরে অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিস প্রতিশ্রুতিবদ্ধ।

গত শুক্রবার (২৭ জুন) জম্মুর ডিভিশনাল কমিশনার রমেশ কুমার (Ramesh Kumar, DC Jammu) ও আইজি তুতি সহ উচ্চ পর্যায়ের সরকারি অফিসারদের বিশেষ বৈঠক হয়। গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানো থেকে শুরু করে আরও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আইজিপি জানান, ২ জুলাই থেকে শুরু হচ্ছে । শুধুমাত্র নিরাপত্তা ক্ষেত্রেই নয়। একইসঙ্গে যানজট ব্যবস্থা সুষ্ঠু রাখতে ট্রাফিক বিভাগও নানা পদক্ষেপ নিয়েছে।

সিআরপিএফ এর তরফে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক বা ন্যাশনাল হাইওয়ে ৪৪ জুড়ে একটি শক্তিশালী বহু-স্তরীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। কারণ হাজার হাজার তীর্থযাত্রীর জন্য গুরুত্বপূর্ণ এই জাতীয় মহাসড়ক। নিরাপদ এবং নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া  কে-৯ ইউনিট অর্থাৎ স্নিফার কুকুরদের বাহিনীও মোতায়েন করা হয়েছে এবং বিশেষ করে উধমপুর সেক্টরে হাইওয়ে টহল জোরদার করা হয়েছে।

ন্যাশনাল হাইওয়ে ৪৪ এ কড়া নিরাপত্তাঃ

অমরনাথ যাত্রার (Amarnath Yatra 2025) তীর্থযাত্রীদের প্রথম দলটি ২রা জুলাই ২০২৫ তারিখে জম্মু বেস ক্যাম্প থেকে পতাকা প্রদর্শন করবে, এবং যাত্রা আনুষ্ঠানিকভাবে ৩রা জুলাই বালতাল এবং পহেলগাম উভয় রুট দিয়ে শুরু হবে।

চলতি বছরে আরও বেশি নিরাপত্তা সহকারে যাতে পুণ্যার্থীরা সফর করতে পারেন, সেই লক্ষ্যেই সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন।