ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বিমান। বুধবার গুয়াহাটি থেকে কলকাতাগামী অ্যালায়েন্স এয়ারের ( (Alliance Air) ) একটি বিমান মাঝ আকাশে যান্ত্রিক গোলোযোগে সম্মুখীন হয়। আচমকাই থেমে যায় একদিকের ইঞ্জিন। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে পাইলটের দক্ষতায় সুরক্ষিতভাবে রানওয়েতে নামানো হয় বিমানটি। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবরয এমনকী সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। তবে কেন এই যান্ত্রিক ত্রুটি ঘটল, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিমান কর্তৃপক্ষ।
বন্ধ হয়ে যায় ইঞ্জিন
সূত্রের খবর, অ্যালায়েন্স এয়ারের ফ্লাইট 9I756 বিমানটি কলকাতা বিমানবন্দরে নামার কিছুক্ষণ আগেই ইঞ্জিন কাজ করা বন্ধ করে। আর তাই দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে যাত্রীদের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তার আওয়াজও শোনা যাচ্ছিল। সঙ্গে সঙ্গে গুয়াহাটি বিমানবন্দরের এটিএসের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে
তবে কেন ইঞ্জিন বন্ধ হয়ে গেল, কী কারণে এই যান্ত্রিক ত্রুটি, তা এখনও স্পষ্ট নয়। আপাতত বিমানটির পরিক্ষা করা হচ্ছে। অন্যদিকে যাত্রীদের অন্য বিমানে করে গন্তব্যস্থলে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থার কর্তৃপক্ষ।