
দিল্লি, ১০ এপ্রিল: ধর্ষণের অভিযোগ দায়ের করে নিজেই বিপাকে পড়লেন তরুণী। যে ব্যক্তির বিরুদ্ধে ওই তরুণী ধর্ষণের অভিযোগ দায়ের করেন, তাঁকে জামিনে মুক্ত করেছে আদালত। উলটে অভিযোগকারিনীর বিরুদ্ধেই পালটা অভিযোগ আনা হয় এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) তরফে। যে তরুণী ধর্ষণের (Rape) অভিযোগে মামলা করেন, তিনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন বলে মন্তব্য করা হয় এলাহাবাদ হাইকোর্টের তরফে।
২০২৪ সালে ধর্ষণের একটি মামলা ওঠে এলাহাবাদ হাইকোর্টে। অভিযুক্তকে জামিন দেওয়ার সময় বিচারপতি সঞ্জয় কুমার সিং ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ করেন ধর্ষণের প্রমাণ না মেলায়।
জানা যায়, অভিযোগকারীনির ডাক্তারি পরীক্ষার সময় হাইমেন (যোনি পথের পর্দা) ছেঁড়া রয়েছে বলে চিকিৎসক জানান। তবে তাঁর উপর কোনও যৌন হামলা হয়েছে কি না, চিকিৎসক সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
২০২৪ সালের সেপটেম্বরে নয়ডার (Noida) এক বহুল জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিন বান্ধবীকে নিয়ে দিল্লির (Delhi) একটি পানশালায় যান। সেখানে গিয়ে তাঁদের সঙ্গে ৩ যুবকের পরিচয় হয়। ওই ৩ যুবকের মধ্যে থেকে একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট তরুণী ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
পানশালা থেকে বেরিয়ে থানায় যান ওই তরুণী। তিনি অভিযোগ করেন, পানশালায় মদ্যপানে পর তিনি ওই যুবকের ঘনিষ্ঠ হন। মত্ত অবস্থায় ওই যুবক বার বার তাঁকে তাঁর সঙ্গে যাওয়ার অনুরোধ করেন। শুধু তাই নয়, দিল্লির ওই পানালায় ভোর ৩টে পর্যন্ত তিনি ওই যুবকের সঙ্গে ছিলেন বলে পুলিশকে জানান তরুণী।
ভোর ৩টে নাগাদ তাঁরা পানশালা থেকে বেরিয়ে যান। ওই যুবক তাঁকে পীড়াপিড়ি করেন, তাঁর ফ্ল্যাটে গিয়ে বিশ্রাম নিতে। যা শুনে ওই তরুণী রাজি হয়ে যান। তবে নিজের ফ্ল্যাটের পরিবর্তে ওই যুবক তাঁকে গুরগাঁওতে এক আত্মীয়ের ফ্ল্যাটে নিয়ে যান। আর সেখানেই তাঁকে বলপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ।
পুলিশ এরপর ওই যুবককে গ্রেফতার করে। তবে ওই যুবক বারবার দাবি করেন, তিনি তরুণীকে ধর্ষণ করেননি। ওই তরুণী নিজের ইচ্ছায় তাঁর সঙ্গে ফ্ল্যাটে যান। শুধু তাই নয়, তাঁদের মধ্যে যে যৌনতা হয়, তা ধর্ষণ নয়। দুজনের সম্মতি নিয়েই তাঁরা সেক্সে জড়ান বলে দাবি করেন। এরপরই ওই যুবক জামিনের আবেদন জানান।
সমস্ত ঘটনা শুনে বিচারপতি সংশ্লিষ্ট যুবকের জামিনের আবেদন মঞ্জুর করেন। তরুণীর শরীরে কোনও যৌন হেনস্থার প্রমাণ নেই বলে ওই যুবকের জামিন মঞ্জুর করা হয় বলে খবর।
পারস্পরিক সম্মতিতে উত্তাল যৌনতা, যোনি পথের পর্দা ছিঁড়লেও, হেনস্থার প্রমাণ নেই, অভিযুক্তের জামিনে জানাল আদালত