নয়াদিল্লিঃ দেশজুড়ে চর্চায় বেঙ্গালুরুর (Bengaluru)ইঞ্জিনিয়ার(Engineer) অতুল সুভাষের(Atul Subhash) মৃত্যু(Death)। স্ত্রী এবং শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মঘাতী হয়েছেন অতুল, এমনটাই অভিযোগ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভিনরাজ্য থেকে গ্রেফতার করা হয়েছিল অতুলের স্ত্রী নিকিতা সিঙ্ঘানিয়া, শাশুড়ি নিশা সিঙ্ঘানিয়া এবং শ্যালক অনুরাগ সিঙ্ঘানিয়াকে। এ ছাড়া গ্রেফতার হন নিকিতার কাকা সুশীল সিঙ্ঘানিয়াকে। এ বার এই মামলায় নিকিতার কাকা সুশীলকে জামিন দিল এলাহাবাদ হাইকোর্ট। সুশীলের বয়স ৬৯। বেশকিছু শারীরিক সমস্যাও রয়েছে তার। সে সবদিক বিবেচনা করেই তাকে জামিনে মুক্ত করা হয়েছে বলে আদালত সূত্রে খবর। অন্যদিকে নিকিতাসহ তার মা এবং ভাইকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী হয়েছেন বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষ। তাঁর মৃত্যুর জন্য স্ত্রী এবং শ্বশুরবাড়িকেই দায়ী করেছেন তিনি। আত্মহত্যার করার আগে একটি ভিডিয়োর মাধ্যমে সমস্ত কথা জানান তিনি। শুধু তাই নয়, ২৪ পাতার একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে তাঁর ঘর থেকে। যাতে তিনি লিখেছেন, টাকার জন্য তাঁকে চাপ দিচ্ছিল স্ত্রী নিকিতা। তাঁর থেকে ৩ কোটি টাকা দাবী করা হয়। এমনকী নিজের তিন বছরের ছেলের সঙ্গে দেখা করার জন্য ৩ লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলেও সুইসাইড নোটে উল্লেখ করেন তিনি। সুভাষের এই মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে।
অতুল সুভাষ মামলায় নয়া মোড়, জামিনে মুক্তি নিকিতার কাকা সুশীলের
Atul Subhash Suicide Case: Allahabad High Court Grants Anticipatory Bail to Sushil Singhania, Uncle of Nikita Singhaniahttps://t.co/PNIiNh9NSG#AtulSubhash #AtulSubhashsuicidecase #NikitaSinghania
— LatestLY (@latestly) December 17, 2024