ইটানগর, ২৪ জুলাই: কনজাংটিভাইটিস (Conjunctivitis)-এর আতঙ্ক অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh)। বাঙালী এই রোগকে জয় বাংলা নামেই চেনেন। অরুণাচলের রাজধানী ইটানগরের বহু বাসিন্দা কনজাংটিভাইটিসে আক্রান্ত হচ্ছেন। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। চোখ লাল হয়ে ঘুরছেন সেখানকার অনেকেই। কনজাংটিভাইটিস-এর এই অসুখের পিছনে রয়েছে অ্যাডিনো ভাইরাস।
কনজাংটিভাইটিস বিশেষত স্পর্শের মাধ্যমে সংক্রমণ ছড়ায়। আর ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাল, মঙ্গলবার থেকে ইটানগরের সব সরকারী ও বেসরকারী স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। আরও পড়ুন-চিনের টিভিতে সমকামী, বৃহন্নলাদের ছবি দেখানো যাবে না
দেখুন টুইট
Arunachal Pradesh | All the Government/Private Schools (Nursery to Class-VIII) under the jurisdiction of Capital Itanagar suspended with effect from 25th to 29th July as a preventive measure against the spread of conjunctivitis: Office of the Deputy Commissioner, Itanagar pic.twitter.com/1VVDqdedzH
— ANI (@ANI) July 24, 2023
মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ইটানগরের সব স্কুলে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠনপাঠন সহ সব কিছু বন্ধ রাখা হচ্ছে। শিশু, কিশোর-কিশোরীরা যাতে কনজাংটিভাইটিসে আক্রান্ত না হয়, তার জন্যই এই পদক্ষেপ বলে রাজ্যের শিক্ষা দফতর থেকে জাাননো হয়েছে।