পাকিস্তানের সমস্ত মিথ্যা দাবি, প্ররোচনামূলক বক্তব্যের জবাব দিলেন ভারতের সেনাপ্রধানরা। সাংবাদিক বৈঠকে তথ্যপ্রমাণ দিয়ে জানিয়ে দেওয়া হল কোন পক্ষ কতটা সত্য তথ্য দিচ্ছে। পাক সেনা প্রথম থেকেই দাবি করে আসছে যে ভারতীয় বায়ুসেনা যখন পাকিস্তানে এসে হামলা চালায় তখন নাকি তাঁদের সেনা ও এয়ার ডিফেন্স সিস্টেম আটকে দেয় তাঁদের। জবাবে এদিন ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল একে ভারতী (AK Bharti) জানিয়ে দেন, সমস্ত পাইলটরাই সুরক্ষিতভাবে দেশে ফিরে এসেছে। তাঁদের কোনও সমস্যা হয়নি।
সমস্ত পাইলটরাই সুরক্ষিত রয়েছেন
শুধু তাই নয়, ভারতীয় বায়ুসেনা যে লক্ষ্যগুলি স্থির করেছিল, তা সফলভাবে পূরণ হয়েছে। প্রতিটি প্রত্যাঘাতইি সফল হয়েছে তাঁদের। পাকিস্তান কোনওভাবেই তাঁদের থামাতে পারেনি। উল্টে পাকিস্তান হামলা চালাতে গিয়ে তাঁরাই বিপদে পড়েছে। বেশ কয়েকটি পাক বিমান ধ্বংস হয়ে পড়েছে ভারতের মাটিতে। হতাহত তাঁদের দিক থেকেই বেশি হয়েছে। তবে কটি বিমান আমরা নামিয়েছে এবং হতাহত কতজন হয়েছে তার সংখ্যা এখনই আমরা প্রকাশ করব না। আগামী দিনে সংখ্যা নিয়ে কথা বলা যাবে।
দেখুন একে ভারতীর বক্তব্য
#WATCH | Delhi: #OperationSindoor | Air Marshal AK Bharti says, "...All I can say is that we have achieved our objectives that we selected and all our pilots are back home..." pic.twitter.com/4EvWb6PeGQ
— ANI (@ANI) May 11, 2025
প্রত্যাঘাতের ছবি প্রকাশ্যে আনে ভারতীয় বায়ুসেনা
প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার হামলায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানে। প্রথমত, জঙ্গিঘাঁটি তো নষ্ট হয়েইছে। এয়ারা পাকিস্তানের একাধিক এয়ারবেস নষ্ট হয়েছে। এছাড়া বিমানঘাঁটি, সেনাঘাঁটিও সফলভাবে নষ্ট করা হয়েছে। আজ সেই সমস্ত হামলার ছবিও প্রকাশ করেন বায়ুসেনর এয়ার মার্সাল একে ভারতী।