আবারও জলকষ্টে ভুগতে চলেছে পাকিস্তান। সপ্তাহখানেক আগে যখন জম্মু-কাশ্মীরে ভারী বৃষ্টিপাত হয়েছিল, তখন বাগলিহারে বাঁধের (Baglihar Hydroelectric Power Project) দরজা খুলে দেয় ভারত। যাঁর ফলে বন্যা পরিস্থিতি হয় পাক অধিকৃত কাশ্মীরে। তবে বর্তমা্নে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এদিকে আবার তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আবারও বাঁধের দরজা বন্ধ করে দিল ভারত। সেই কারণে আবারও ঝিলমের স্ত্রোত কমতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যে ফের শুকোতে চলেছে পাকিস্তানের গলা। শনিবার আচমকাই বন্ধ করে দেওয়া হয় বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের দরজা।

সিন্ধু জলচুক্তি স্থগিত

পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্কের ইতি টেনেছে ভারত। যার মধ্যে অন্যতম ছিল সিন্ধু জলচুক্তি। এই চুক্তি স্থগিত করার পর থেকে চিন্তা শুরু হয়েছে পাকিস্তানের। কারণ পড়শি দেশে ৯০ শতাংশ জল এতদিন যেত ভারতের থেকে। আর পহেলগাম হামলার পর সেই জল সরবহার বন্ধ হয়ে গিয়েছে। পশ্চিমমুখী চন্দ্রভাগার জল এতদিন যেত বাগলিহারের মাধ্যমে। কিন্তু আপাতত সেই বাঁধের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে বিতস্তা ও ঝিলমের জলও বন্ধ করার কাজ চলছে।

ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি

পহেলগাম হামলার পর সিন্ধু জলচুক্তি বাতিল করে পাকিস্তানের সঙ্গে ঠাণ্ডা যুদ্ধ শুরু করে দিয়েছিল ভারত। একদিকে পাকিস্তান সীমান্তে গোলাগুলি শুরু করে, অন্যদিকে ভারতও তার প্রত্যাঘাত শুরু করে। এরমধ্যেই অপারেশন সিঁদুর কার্যত আগুনে ঘি ঢালার কাজ করে দেয়। তারপর থেকেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি শুরু হয় ভারতের। তবে বর্তমানে যুদ্ধবিরতি ঘোষণা করায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে্।