সোলান, ২০ জুন: ঝাড়খণ্ডের দেওঘরের রোপওয়ে আতঙ্ক ফিরল হিমাচলপ্রদেশে। শেষ অবধি অবশ্য বরাত জোরে বড় কোনও দুর্ঘটনা ঘটল না। দেওয়ার মত অনেকটাই একই ধরনের দুর্ঘটনা ঘটল হিমাচলপ্রদেশের সোলান জেলার পারওয়ানোতে। দেওঘরের পর হিমাচলে রোপওয়ে বিভ্রাট। সোলানে রোপওয়ের ধাঁচে তৈরি কেবল কার আটকে থাকল শূন্যে মাঝ আকাশে। সেই রোপওয়ে বা কেবিল কারের মধ্যে আটকে থাকলেন ১১ জন পর্যটক। এদের মধ্যে ৪ জন মহিলা। টিম্বার ট্রেইল প্রাইভেট রিসর্টের এই কেবল কার সফর দারুণ উত্তেজনার, আর পর্যটকদের কাছে বড় আকর্ষণ। এটি কৌশল্যা নদী উপত্যকার অঞ্চলে পড়ে। রোপওয়ে বিভ্রাটের কথা জানা মাত্র উদ্ধারকাজ শুরু করে দেয় প্রশাসন।
মেশিনে টেকনিক্যাল সমস্যার কারণে মাঝ আকাশে ঠায় দেড়-দু ঘণ্টা ধরে আটকে থাকল পর্যটক ঠাসা রোপওয়েটি। কেবল কারটি পুরোটাই কাঁচ দিয়ে ঢাকা। এদিকে সেটি পুরো মাঝ আকাশে আটকে। কিছুতেই নাড়ানো যাচ্ছে না সেটিকে। তবে রক্ষা একটাই, রোপওয়েটি যেখানে আটকে পড়েছে, সেই জায়গাটি সমতল থেকে খুব বেশি উঁচুতে নয়। ফলে রোপওয়ের ট্রলিতে আটকে থাকা পর্যটকদের উদ্ধারে খুব বেশি সমস্যা হচ্ছে না। আরও পড়ুন : কাল থেকে মহারাষ্ট্রে টানা ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, মুম্বইতে জারি কমলা সতর্কতা
দেখুন ভিডিও
#WATCH | Himachal Pradesh: Rescue operation underway at Parwanoo Timber Trail where a cable car trolly with tourists is stuck mid-air.
2 people have been rescued, 9 are still stranded. NDRF team shortly to reach the spot: Dhanbir Thakur, SDM Kasauli pic.twitter.com/gygYHK0II0
— ANI (@ANI) June 20, 2022
এরপর উদ্ধারকারী দল এসে ১১ জনকে দড়ির সাহায্যে সুরক্ষিতভাবে নামায়। কাশৌলির এসডিএম ধানবীর ঠাকুর জানান, আটকে থাকা ৯জনকে উদ্ধারের কাজ চলছে। ঘটনাস্থলে এসেছিলেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর।