Kashmir (Photo Credit: ANI/X)

নয়াদিল্লিঃ জম্মু কাশ্মীরে(Jammu & Kashmir) উঠল মদ(Alcohol) নিষিদ্ধের দাবি। সিদ্ধান্তে বদল। এবার উপত্যকায় মদ নিষিদ্ধ করার পক্ষে মেহবুবা মুফতি নিজেই। ইতিমধ্যেই এই শুরু হয়েছে প্রচার। মদ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জায়গায় পড়ছে পোস্টার। ২০১৬ সালে জম্মু কাশ্মীরে প্রথম মদ নিষিদ্ধের দাবি ওঠে। তবে সেই সময় এই দাবির বিপক্ষে ছিল মেহবুবা মুফতির দল পিডিপি। কিন্তু ৯ বছর পর সিদ্ধান্তে আমূল বদল। এবার জম্মু কাশ্মীরে মদ নিষিদ্ধ করার দাবিতে এগিয়ে এসেছে পিডিপি।

জম্মু-কাশ্মীরে  নিষিদ্ধ হবে মদ? কী দাবি উঠছে?

সূত্রের খবর, মদ নিষিদ্ধ করার দাবিতে বিল জমা দিয়েছে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স। শুধু তাই নয়,মদ বিক্রির উপরে নিষেধাজ্ঞার আর্জি জানিয়েছে অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলিও। জম্মু কাশ্মীরে আগত পর্যটকরাও যেন স্থানীয় রাজনৈতিক দলগুলির এই সম্মিলিত সিদ্ধান্তকে সম্মান করেন এবং কাশ্মীরের ঐতিহ্য-সংস্কৃতির কদর করেন তার অনুরোধ জানানো হয়েছে পিডিপির তরফে। অন্যদিকে মদ নিষিদ্ধের দাবিতে লাগানো পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আর এরপরই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।

 জম্মু কাশ্মীরে ফের উঠল মদ নিষিদ্ধের দাবি