Bus Accident In J&K 9Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৩০ মে: জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) আখনুরে ভয়াবহ দুর্ঘটনা। আখনুরের তন্দ্রায় একটি যাত্রী বোঝাই বাস খাঁদে পড়ে গেলে সেখানে ২১ জনের মৃত্যু হয় বলে খবর মেলে। যাত্রী বোঝাই ওই বাস খাঁদে পড়ায় ২১ জনের মৃত্যুর পাশাপাশি ৪০ জন আহত হন বলে খবর। তাঁদের প্রত্যেককে  স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: Video: জম্মু কাশ্মীরের পাহাড়ি রাস্তায় গড়িয়ে খাঁদে পড়ল বাস, দেখুন ভয়াবহ দুর্ঘটনার ভিডিয়ো

জম্মু কাশ্মীরের পরিবহণ দফতরের আধিকারিক রাজেন্দ্র সিং তারা জানান, তন্দ্রার পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসের চালক কোনওভাবেই পাশ কাটাতে রাজি ছিলেন না। ফলে পাহাড়ি রাস্তার ধার ঘেঁষে ওই যাত্রী বোঝাই বাসটি হঠাৎ করে খাঁদে পড়ে যায়। খাঁদে বাস পড়ার পরপরই উদ্ধার কাজ শুরু হয়।

প্রথমে জানা যায়, ১৩ জন আহত। সঙ্গে সঙ্গে ওই ১৩ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর সময় যত গড়াতে শুরু করে, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এরপরই জানা যায়, আখনুরের বাস দুর্ঘটনায় পরপর ২১ জনের প্রাণ গিয়েছে।