জয়পুর, ৫ জুলাই: নূপুর শর্মার (Nupur Sharma) মাথার দাম ধার্য করায় গ্রেফতার আজমেঢ় দরগার এক ধর্মগুরু সলমন চিস্তি। বিজেপির বরখাস্ত নেত্রী নূপুর শর্মা পয়গম্বর মহম্মদকে নিয়ে যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে কেউ যদি তাঁর মাথা কাটতে পারেন, তাহলে চিস্তি তাঁকে নিজের বাড়ি এবং সম্পত্তি দান করবেন। সম্প্রতি এক ভিডিয়ো বার্তায় নূপুর শর্মার বিরুদ্ধে এমন মন্তব্য করতে শোনা যায় সলমন চিস্তিকে। আজমেঢ় দরগার ওই ধর্মগুরুর মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়। তখন থেকেই পুলিশের নজরে ছিলেন সলমন চিস্তি।
আরও পড়ুন: Kaali: 'বাকস্বাধীনতায় বিশ্বাসী হলে মহুয়া, নূপুর দুজনকেই সমর্থন করুন', কালী বিতর্কে মন্তব্য তসলিমার
মঙ্গলবার রাতে আজমেঢ়ের ওই ধর্মগুরুকে গ্রেফতার করা হয়। নূপুর শর্মার বিরুদ্ধে যে মন্তব্য চিস্তি করেছেন, তা আগুনে ঘৃতাহুতির সমান। তাঁর ওই মন্তব্যের জেরে শান্তি বিঘ্নিত হতে পারে। এমন আশঙ্কা করেই গ্রেফতার করা হয় সলমন চিস্তিকে।
প্রসঙ্গত নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করায় সম্প্রতি উদয়পুরের (Udaipur Killing) দর্জি কানাইয়ালালকে খুন করা হয় হয়। কানাইয়ালাল খুনের পিছনে পাকিস্তানের চরমপন্থী সংগঠন দাওয়াত-ই-ইসলামির প্রকাশ্যে ইন্ধন রয়েছে বলেও খবর মেলে।