Photo Credits: Insta

Ajit Pawar vs Yugendra Pawar: বারামতি (Baramati)-তে ফের পাওয়ার পরিবারের দ্বৈরথ। লোকসভায় ননদ-বৌদির লড়াইয়ের পর আসন্ন মহারাষ্ট্র বিধানসভায় (2024 Maharashtra Assembly election) বারামতি হতে চলেছে কাকা-ভাইপোর লড়াই। মহারাষ্ট্রের রাজনীতি এমন জায়গায় মোড় নিয়েছে যেখানে পরিবারের সদস্যদের মধ্যেই লড়াই শুরু হয়েছে। বাবা বিজেপি, ছেলে কংগ্রেস, ভাইপো এনসিপি, ভাইয়ের স্ত্রী শিবসেনা। এমনও দেখা যাচ্ছে। বেশ কিছু আসনে পরিবারের সদস্যদের মধ্যে প্রার্থী হওয়ার লড়াই। এই যেমন, নবি মুম্বইয়ের আইরোলিতে প্রার্থী হয়েছেন বিজেপির গণেশ নায়েক। আবার বিজেপি নেতা গণেশ নায়েকের ছেলে সন্দীপ বেলাপুর থেকে শরদ পাওয়ারের এনসিপি-র টিকিটে লড়বেন। আসন সমঝোতা নিয়ে এনডিএ, ইন্ডিয়া শিবিরে নিজেদের মধ্যেও বিবাদ তুঙ্গে উঠেছে। এরই মধ্যে আবার বারামতি বিধানসভা এনসিপি প্রধান তথা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিরুদ্ধে শরদ পাওয়ারের এনসিপি-র প্রার্থী হচ্ছেন তাঁর ভাইপো যুগেন্দ্র পাওয়ার (Yugendra Pawar)।

৩২ বছরের যুগেন্দ্র হলেন অজিত পাওয়ারের ভাই শ্রীনিবাস পাওয়ারের ছেলে। বোস্টন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও বীমা নিয়ে পড়াশোনা করে আসা যুগেন্দ্র হলেন তাঁর দাদু শরদ পাওয়ারের অত্যন্ত ঘনিষ্ঠ।

বারমতিতে অজিত পাওয়ারের বিরুদ্ধে প্রার্থী যুগেন্দ্র পাওয়ার

চলতি বছর লোকসভায় শরদ পাওয়ারের সুপ্রিয়া সুলের বিরুদ্ধে তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারকে-কে প্রার্থী করেছিলেন অজিত পাওয়ার। কিন্তু শরদ পাওয়ারের জাদুর কাছে ম্লান হয়ে বারামতি লোকসভায় হেরেছিলেন অজিত পাওয়ারর স্ত্রী।