AJoy Kumar charge as UPSC Chairman (Photo Credit: X@ANI)

প্রাক্তন প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার বৃহস্পতিবার কেন্দ্রীয় জন কৃত্যক আয়োগ (UPSC)–র অধ্যক্ষ হিসেবে পদ এবং গোপনীয়তা রক্ষার শপথ নিয়েছেন।  ইউপিএসসি-র  প্রবীণ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রাজ শুক্লা তাঁকে শপথবাক্য পাঠ করান। প্রেস ইনফরমেশন ব্যুরো বৃহস্পতিবার এই বিষয়ে জানিয়েছে।

অজয় কুমারের শিক্ষা জীবনঃ  থেকে ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বি-টেক করার পর ডক্টর অজয় কুমার আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত অর্থনীতিতে এমএস এবং আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের কার্লসন স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পিএইচডি করেন। ২০১৯ সালে অ্যামেটি ইউনিভার্সিটি তাঁকে সাম্মানিক ডক্টর অফ ফিলোজফি উপাধিতে ভূষিত করে।

অজয় কুমারের কর্ম জীবনঃ ডক্টর অজয় কুমার ১৯৮৫ সালের কেরল ক্যাডারের আইএএস। ৩৫ বছরের বেশি কর্মবহুল জীবনে তিনি কেরল সরকারের পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। কেরলে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি দফতরের ম্যানেজিং ডিরেক্টর ছাড়াও তথ্য প্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্ব পালন করেন। কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অধিকর্তা, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রধান সচিব, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের মহানির্দেশক, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব ছাড়াও প্রতিরক্ষা দফতরের সচিব পদের দায়িত্ব সামলেছেন। প্রতিরক্ষা দফতরের সচিব থাকাকালীন তিনি অবসর নেন।

অজয় কুমারের কেন্দ্রীয় সরকারী পদে ভূমিকাঃ ‘জীবন প্রমাণ’, ‘মাই গভ’, ‘প্রগতি’, ‘বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম’,‘এইমস-এর বহির্বিভাগে নথিভুক্তি ব্যবস্থা’, ক্লাউড পরিষেবা প্রদানের উদ্দেশ্যে সরকারের জন্য ‘ক্লাউড ফার্স্ট নীতি’ ইত্যাদি ই-গভর্নেন্স উদ্যোগের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

অজয় কুমারের পুরস্কার ও সম্মানঃ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সাময়িকীতে তাঁর একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি একাধিক পুরস্কার পেয়েছেন যেমন ১৯৯৪-তে ন্যাশনাল স্কাউটস অ্যান্ড গাইডস-এ ‘সিলভার এলিফ্যান্ট’ পদক, দেশে ইলেকট্রনিক্স শিল্পের প্রসারের জন্য ২০১২-য় ‘ইলেকট্রনিক্স লিডার অফ দ্য ইয়ার’ সম্মান, ২০১৫-য় ইন্ডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাকটর অ্যাসোসিয়েশনের ‘টেকনোভেশন সারাভাই পুরস্কার’ এবং ২০১৭-য় কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশনের দেওয়া ‘চ্যাম্পিয়ন অফ চেঞ্জ’ সম্মান।"