নয়াদিল্লিঃ শেষ হল পথ চলা। বিদায়বেলায় আবেগপ্রবণ হয়ে পড়লেন কর্মীরা। সোমবার শেষবারের মতো আকাশপথে উড়ল 'ভিস্তারা(Vistara)'এর বিমান। দু'বছর আগেই জানা যায় 'এয়ার ইন্ডিয়া(Air India)'-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে ভিস্তারা। সেই চুক্তিমতো গতকাল, অর্থাৎ ১১ নভেম্বর ছিল শেষ ভিস্তারার শেষদিন। এ দিন ভিস্তারার বিদায়বেলায় আবেগপ্রবন হয়ে পড়েন কর্মীরা। দিল্লিগামী(Delhi) শেষ বিমান ছাড়ার আগে রানওয়েতে বিশেষ ফেয়ারওয়েল জানানো হয় 'ভিস্তারা'কে। অন্যদিকে এদিকে ভিস্তারার তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বলা হয়েছে, "বিমান যখন আকাশে ওড়ে, তখন তার সঙ্গে আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলোও পরিবর্তিত হতে থাকে। আমাদের সর্বদা লক্ষ্য যাত্রীদের আরও ভাল পরিষেবা দেওয়া। তাই আমরা মনে করি আকাশ ছোঁয়ার শেষ নেই, সেখানে শুধুই শুরু।"প্রসঙ্গত, দুই বছর আগেই 'এয়ার ইন্ডিয়া'-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় ভিস্তারার। আজ, ১২ নভেম্বর থেকে ভিস্তারার সমস্ত বিমান এয়ার ইন্ডিয়ার অধীনে। দুটি সংস্থা টাটা এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স মিলে পরিচালনা করবে এই বিমান। প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয় ভারতের ভিস্তারার। ‘ভিস্তারা’ নামটি নেওয়া হয়েছে মূলত ‘বিস্তার’ থেকে। এর মানে হচ্ছে ব্যাপ্তি বাড়ানো। অন্যদিকে আজ, মঙ্গলবার সকালে প্রথম দোহার উদ্দেশ্যে রওনা দিল এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার মিলিত বিমান।
আকাশে শেষবারের মতো উড়ল ভিস্তারার বিমান, বিদায়বেলায় আবেগপ্রবণ কর্মীরা
#WATCH | Ahmedabad, Gujarat: Airport staff bid farewell to Vistara's flight that departed to Delhi. (11.11)
Vistara merged with Air India on Monday.
(Source: Ahmedabad Airport PRO) pic.twitter.com/nES6d7kXQP
— ANI (@ANI) November 11, 2024