বায়ুদূষণে রীতিমতো জেরবার রাজধানী দিল্লি। একই অবস্থা দিল্লি লাগোয়া শহরেও। বিগত কয়েকদিনের মতো শুক্রবার সকালেও দূষণের কবলে দিল্লি। এদিন সকালে ইন্ডিয়া গেট, অক্ষরধাম-সহ দিল্লির বিভিন্ন এলাকা ধোঁয়াশার পুরু চাদরে আচ্ছন্ন ছিল। দীপাবলির পর থেকেই এবং শীত আসার অনেক আগেই দূষণের কবলে দিল্লি। বাতাসের গুণগতমান সূচক (Air Quality Index) ছিল খারাপ পর্যায়েই।ধোঁয়াশার পুরু চাদর গ্রাস করে দিল্লিকে। দূষণের কারণে এদিন সকালেও প্রাতঃভ্রমণে বেরোনো মানুষজন শ্বাসকষ্ট অনুভব করেন। দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম সর্বত্রই ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। অক্ষরধাম ও সংলগ্ন এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৪০৩, আবার ইন্ডিয়া গেট এলাকায় একিউআই ছিল ২৫৪। মাত্রাতিরিক্ত এই দূষণের ফলে বেজায় অস্বস্তিতে দিল্লিবাসী। অনেকেই শ্বাসকষ্টের সমস্যার কথা জানাচ্ছেন। তবে, দূষণ রুখতে দিল্লি সরকারও প্রয়াস চালিয়ে যাচ্ছে।
অক্ষরধাম এলাকা
#WATCH | Delhi | The AQI at the Akshardham and the surrounding areas was recorded at 403 in the 'Severe' category as per the CPCB pic.twitter.com/HvzgL9PX82
— ANI (@ANI) October 24, 2025
ইন্ডিয়া গেট
#WATCH | Delhi | The AQI at the India Gate and the surrounding areas was recorded at 254 in the 'Poor' category as per the CPCB pic.twitter.com/RvzGNzFVLK
— ANI (@ANI) October 24, 2025
আই টি ও এরিয়া
#WATCH | Delhi The Air Quality Index (AQI) in the ITO area was recorded at 316, in the 'Very Poor' category as per the Central Pollution Control Board (CPCB) pic.twitter.com/NCupfB7jXe
— ANI (@ANI) October 24, 2025