Air India Flight (Photo Credits: Wikimedia Commons)

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের পাইলট, কেবিন ক্রু,স্টাফদের জন্য স্বেচ্ছাবসরের কথা ঘোষনা করল। এই নিয়ে দ্বিতীয়বার এইরকম ঘোষনা করা হল ইন্ডিয়ান এয়ার লাইন্সের পক্ষ থেকে। ঘোষণাটি ৩০ শে এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। এই পরিষেবা তাদের জন্যই বলবৎ হবে যারা এই সংস্থার স্থায়ী সদস্য এবং যাদের বয়স ৪০ বা ৪০ এর বেশি। এবং যারা একটানা ৫ বছর এই সংস্থায় কাজ করেছেন। ক্ল্যারিক্যাল এবং অদক্ষ শ্রেণীর কর্মী যারা ৫ বছর একটানা কাজ করেছেন তারাও এই স্বেচ্ছাবসরের আওতায় পড়বেন।

চিফ হিউম্যান রিসোর্স অফিসার এস ডি ত্রিপাঠী জানিয়েছেন, জুনের ২০২২ এ স্বেচ্ছাবসরের প্রথম দফা চালু করা হয়েছিল, তারপর থেকে বিভিন্ন কর্মচারীর কাছ থেকে এই সুবিধা আরও অন্যান্য কর্মীদের মধ্যে পৌছে দেওয়ার অনুরোধ জানানো হয়। সেই প্রয়োজনীয়তাকে মাথায় রেখে আবার দ্বিতীয় পর্বের স্বেচ্ছাবসরের কথা ঘোষণা করা হল।

যারা ১৭ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে স্বেচ্ছাবসরের আবেদন জানাবেন তারা এককালীন টাকাও পাবেন বলে জানা গেছে।

সূত্র থেকে জানা গেছে এয়ার ইন্ডিয়ার ২১০০ এমন কর্মাচারী রয়েছেন যারা এই স্বেচ্ছাবসরের আওতায় পড়েন। বর্তমানে এয়ার ইন্ডিয়াতে মোট কর্মীর সংখ্যা ১১ হাজার। যার মধ্যে ফ্রাইং এবং নন ফ্লাইং স্টাফও রয়েছেন।