Health Minister Rushikesh Patel (Photo Credit: X@ians_india)

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবারও স্বজনহারাদের ভিড় চোখে পড়েছে হাসপাতাল চত্বরে। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত ২১১ জনের দেহ ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত। এর মধ্যে ১৮৯টি মৃতদেহ তাঁদের পরিজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।আহমেদাবাদ সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ রাকেশ জোশী বলেন, এখনও পর্যন্ত ২১১টি ডিএনএ নমুনা মিলেছে। এর মধ্যে ১৮৯টি মৃতদেহ তাঁদের পরিজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এদিনই সকালে গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুষিকেশ প্যাটেল (Gujarat Minister Rushikesh Patel) জানিয়েছিলেন, এদিন সকাল প্রত্যন্ত ২১০টি ডিএনএ নমুনা মিলেছে এবং ১৮৭টি মৃতদেহ সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দেহগুলি শীঘ্রই হস্তান্তর করা হবে। তারপরে সেই সংখ্যা বৃদ্ধি পেতে আহমেদাবাদ সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ রাকেশ জোশী সেই বিষয়ে তথ্য দেন।

প্রসঙ্গত, ১২ জুন দুপুরে আহমেদাবাদ–লন্ডন এয়ার ইন্ডিয়ার বিমান টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায়। বহু যাত্রী মারা গিয়েছেন এই বিমান দুর্ঘটনায়। এদিন দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ১টা ৩৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি।