এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি যাত্রীবাহী বিমান আজ গুজরাটের আমেদাবাদ বিমান বন্দরের কাছে মেঘানিনগর এলাকায় ভেঙে পড়ে। অসামরিক উড়ান মহানির্দেশালয় DGCA সূত্রে খবর, বিমানটিতে দুই পাইলট ও ১০ কেবিন ক্রু সহ ২৪২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডার এবং সাত জন পর্তুগালের নাগরিক। আহতদের আমেদাবাদের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটি যাত্রা শুরুর মিনিট পাঁচেকের মধ্যেই লোকালয়ে ভেঙে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ৯০ জন কর্মীকে নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF-এর তিনটি দল গান্ধীনগর থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। আরো তিনটি দল গেছে ভদোদরা থেকে। ত্রাণ ও উদ্ধারকাজের সুবিধার্থে দুর্ঘটনাস্থলের দিকে যাওয়া সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া (Air India) নিশ্চিত করেছে যে আহমেদাবাদ থেকে লন্ডন (London) গ্যাটউইকগামী ফ্লাইট AI171 টেকঅফের কিছুক্ষণ পরে দুর্ঘটনার শিকার হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্স হ্যান্ডেল পোস্টে জানিয়েছে যে, আজ বেলা ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে ছেড়ে আসা বোয়িং ৭৮৭-৮ বিমানটিতে ২৪২ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক।

নিজেদের এক্স হ্যান্ডেলে দুর্ঘটনার কথা শিকার এয়ার ইন্ডিয়ারঃ

কালো প্রোফাইল ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ:

দুর্ঘটনার পরপরই, এয়ার ইন্ডিয়া তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের (ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স) প্রোফাইল ছবি এবং কভার ছবি কালো করে দেয়। সাময়িক ভাবে বিমান সংস্থার পক্ষ থেকে শোক এবং সমবেদনা প্রকাশের একটি প্রতীকী উপায় হিসাবে এই ছবি কালো করে দেওয়া হয়েছে।

বর্তমানে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়াও দুর্ঘটনার কারণ নিশ্চিত করা হয়নি। এয়ার ইন্ডিয়া এবং অন্যান্য সংস্থা তদন্তে নিযুক্ত রয়েছে।