Air India Flight (Photo Credits: Wikimedia Commons)

জয়পুর, ২৫ জুলাইঃ শুক্রবার জয়পুর থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight)। কিন্তু মাঝ আকাশে যাত্রী বোঝাই বিমানের মধ্যে সন্দেহজনক কারিগরি ত্রুটি লক্ষ্য করেন পাইলট। কোনরকম ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ বিমান ঘুরিয়ে নেন পাইলট। জয়পুর বিমানবন্দরেই ফিরে আসে বিমানটি।

এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, 'জয়পুর থেকে মুম্বইগামী ফ্লাইট AI612 উড়ানের কিছুক্ষণ পরেই সন্দেহজনক কারিগরি ত্রুটির মুখে পড়ে। পাইলট বিমানের মুখ ঘুরিয়ে জয়পুরে ফিরিয়ে আনেন। যাত্রীদের নিরাপদে নামিয়ে এনে বিমানটিকে পরীক্ষার জন্যে পাঠানো হয়। তবে সন্দেহভাজন কোন যান্ত্রিক ত্রুটি মেলেনি।

ফের মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি

প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার পর এয়ার ইন্ডিয়ার AI612 ফ্লাইটটিকে উড়ানের ছাড়পত্র দেওয়া হয়। এরপর যাত্রীদের নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। নিরাপদে বিমানটি গন্তব্যে পৌঁছয়।

এয়ার ইন্ডিয়া তাদের বিবৃতিতে জোর দিয়ে জানিয়েছে যে, যাত্রীদের নিরাপত্তা বিমান সংস্থার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।