
Air India Flight Passenger Found Dead: এয়ার ইন্ডিয়া বিমানে মৃত্যু হল এক যাত্রীর! শুক্রবার সকালে দিল্লি (Delhi) থেকে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার AI2845 বিমানটি। গন্তব্য ছিল উত্তরপ্রদেশের রাজধানী লখনউ (Lucknow)। সকাল ৮টা বেজে ১০ মিনিটে লখনউয়ের চৌধুরী চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণও করে বিমানটি। যাত্রীরা একে একে নামতে শুরু করেন। আর তখনই বিমানের মধ্যে এক যাত্রীকে অজ্ঞাত অবস্থায় পাওয়া যায়। ক্রু সদস্যরা বহু ডাকাডাকি করলেও কোন সাড়া করেননি ওই যাত্রী। এরপরেই ডাকা হয় চিকিৎসকের দল।
চিকিৎসকেরা এসে ওই যাত্রীকে পর্যবেক্ষণ করেন এবং তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিমানবন্দর তরফে খবর, মৃত যাত্রীর নাম আসিফুল্লাহ আনসারি। বিমানের মধ্যে কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয় কারুর কাছেই। যাত্রীর মৃত্যুর কারণের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দিল্লি থেকে লখনউগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানে মৃত্যু হওয়া যাত্রী আসিফুল্লাহ আনসারির সহ-যাত্রীরা জানাচ্ছেন, বিমানে যখন খাবার পরিবেশন করা হয় তখনও কোনরকম সাড়া করেননি তিনি। ঘুমাচ্ছেন ভেবে তাঁর খাবারটা সামনে রেখে চলে গিয়েছিলেন ক্রু। তাঁর খাবার একই ভাবে পড়েছিল।