নয়া দিল্লি (New Delhi) থেকে শিকাগোগামী (Chicago) এয়ার ইন্ডিয়া বিমানে (Air India Flight) নিরাপত্তাজনিত অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় ঘোরানো হল উড়ানের গতিপথ। জরুরি ভিত্তিতে যাত্রী বোঝাই বিমানটির পথ ঘুরিয়ে পাঠানো হল কানাডার ইকালুইট বিমানবন্দরে।
মঙ্গলবার, ১৫ অক্টোবর দুপুর ৩টে নাগাদ এয়ার ইন্ডিয়ার AI127 ফ্লাইটটি নয়া দিল্লি থেকে রওনা দেয়। গন্তব্য ছিল শিকাগো। কিন্তু বিমান যখন মাঝ আকাশে তখন সোশ্যাল মিডিয়ায় ওই নির্দিষ্ট উড়ানে বোমা হামলার হুমকি (Bomb Threat) দিয়ে একটি সন্দেহভাজন পোস্ট করা হয়। সেই পোস্ট চোখে পড়তেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। শিকাগোর বদলে গতিপথ বদলে বিমানটি কানাডার ইকালুইট বিমানবন্দরে অবতারণের নির্দেশ দেওয়া হয় চালককে। কর্তৃপক্ষের নির্দেশ মত ইকালুইট বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতারণ করে এয়ার ইন্ডিয়া (Air India)।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীদের সহায়তা করার জন্য বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি এজেন্সি সক্রিয় করা হয়েছে। যতক্ষণ না তাদের যাত্রা পুনরায় শুরু হচ্ছে ততক্ষণ যাত্রীদের পরিষেবা দেবে ওই এজেন্সি।
এদিন অযোধ্যাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেও বোমাতঙ্ক ছড়িয়ে হুমকি (Bomb Threat) ফোন আসে। দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ জয়পুর থেকে রওনা দিয়েছিল IX 765 বিমানটি। যাত্রী বোঝাই বিমানে বোমা হামলার আশঙ্কার খবর পেতেই চালককে জরুরি অবতারণের নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষের নির্দেশ মত উত্তরপ্রদেশের অযোধ্যা (Ayodhya) বিমানবন্দরে বিমানের জরুরি অবতারণ করান চালক। যাত্রী এবং ক্রু সদস্যদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।