Air India Flight: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বড় বিপত্তি। দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার এআই-২৯১৩ (AI2913) ফ্লাইটটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট ডান দিকের ইঞ্জিনে আগুনের সঙ্কেত পান। এরপরই পাইলটরা অবিলম্বে ইঞ্জিন বন্ধ করে বিমানটিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনেন। তবে ঘটনায় কোনও যাত্রী বা ক্রু আহত হননি। এ৩২০ নিও মডেলের বিমানটি ভোর ৬টার পর দিল্লি থেকে উড়ে ইন্দোরের দেবী অহিল্যা বাই হোলকর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আকাশে প্রায় আধঘণ্টা উড়ার পর ককপিটে ডান ইঞ্জিনে আগুন লাগার সতর্ক সঙ্কেত ভেসে আসে।
মে ডে-র বার্তা
ঝুঁকি এড়াতে সঙ্গে সঙ্গে ওই ইঞ্জিনটি বন্ধ করে দেন তারা। বিমানটি এক ইঞ্জিনেই নিরাপদে ওড়ার মতো অবস্থায় ছিল। প্রথমে পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (ATC) মে ডে (MAYDAY) জরুরি বার্তা পাঠান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেটি কমিয়ে PAN-PAN সতর্কবার্তা দেওয়া হয়।
দেখুন খবরটি
Flight AI2913, operating from Delhi to Indore on 31 August, air-returned to Delhi shortly after take-off, as the cockpit crew received a fire indication for the right engine. Following standard procedure, the cockpit crew elected to shut down the engine and returned to Delhi…
— ANI (@ANI) September 2, 2025
সকাল ৬টা ১৫ মিনিটে নিরাপদে অবতরণ
সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানবন্দরেই যাত্রীদের অন্য বিমানে স্থানান্তর করা হয় এবং খুব অল্প বিলম্বে নতুন ফ্লাইটে ইন্দোরের উদ্দেশে রওনা করানো হয়।