বিমানের ডানায় পাখির বাসা (ছবিঃX)

নয়াদিল্লিঃ দুর্ভোগ যেন কাটছেই না। এবার ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া (Air India )। বিমানের (Flights) ডানায় বাসা (Bird Nest) বেঁধেছে পাখি। আর সেই বাসা সরাতে গিয়ে ৩ ঘণ্টা দেরিতে ছাড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। ঘটনাটি ঘটেছে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport)। বুধবার মুম্বই থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এই বিমানটির।

ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, বিমান পরিষেবায় ফের বিলম্ব

কিন্তু নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারেনি বিমানটি। পরে জানা যায়, বিমানের ডানায় একটি পাখির বাসা লক্ষ্য করা যায়। সেই বাসা সরানোর জন্য সময় লেগে যায়। পরে অবশ্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানান, ওই বিমানে নয় যাত্রীদের জন্য অন্য একটি বিমানে ব্যবস্থা করে বিমান সংস্থা। যদিও এই ব্যাপারে বিমাব সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

চলতি মাসেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান। ২৪২ যাত্রী ও ক্রু-সদস্য নিয়ে আমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। এই দুর্ঘটনায় প্রাণ হারান ২৪১ জন যাত্রী। মৃত্যু হয় স্থানীয় মানুষ ও চিকিৎসকদের। এই ঘটনার পর থেকেই বারেবারে শিরোনামে এয়ার ইন্ডিয়া। কখনও বিমানে যান্ত্রিক ত্রুটি কখনও আবার বিমান পরিষেবায় সমস্যা প্রথম শ্রেণির বিমান সংস্থার বিরুদ্ধে ভুড়িভুড়ি অভিযোগ তুলছেন যাত্রীরা।

ডানায় বাসা বেঁধেছে পাখি, যাত্রা শুরুতে বিলম্ব এয়ার ইন্ডিয়ার বিমানের