Bomb Threat on Air India Flight (Photo Credit: X)

Air India Express: ইজরায়েল (Israel)-ইরানের (Iran) মধ্যে সংঘর্ষ বিরতি (Iran-Israel Ceasefire) হতেই মধ্যপ্রাচ্যে (Middle East) স্বাভাবিক হওয়ার পথে আকাশপথে। গতকাল, সোমবার রাতে কাতারের আকাশপথে ঢুকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। সেই সময় মধ্যপ্রাচ্যের আকাশপথের অধিকাংশই বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সব কিছু। এরই মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বিমান পরিষেবা চালু করল। দিল্লি-মাসকট (ওমান)-এর মধ্যে বিমান চলাচল দিয়ে শুরু হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের।এরপর মুম্বই, কোঝিকোড়, এবং জয়পুর থেকে ইউএই-র তিন শহর দুবাই, আবুধাবি, এবং শারজার উদ্দেশ্য ছাড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। খুব দ্রুত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পরিষেবা মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতেও পরিষেবা ফের শুরু হবে বলে জানানো হয়েছে।

ইজরায়েল-ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা বন্ধ রেখেছিল এয়ার ইন্ডিয়া

ইজরায়েল-ইরানের মধ্যে চলা উত্তেজনা, মিসাইল হামলা-পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল বন্ধ রেখেছিল এয়ার ইন্ডিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইজরায়েল-ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে। সংঘর্ষ বিরতির মাঝেই ইজরায়েল ও ইরানের মধ্যে মিসাইল হামলা-পাল্টা হামলা চলছিল।

মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা শুরু করছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 

প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় হয়েছে সংঘর্ষ বিরতি

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাসরি ফোন করে ইরানের ওপর বোম করতে বারণ করেন ট্রাম্প। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলে ইরানকে আক্রমণের হুমকি দেন ট্রাম্প। এরপর দুই দেশকে সংঘর্ষবিরতি মেনে চলে। আপাতত সেখানকার পরিস্থিতি থমথমে, তবে কেউ কাউকে আর কোনও হামলা চালায়নি।