কারীপুর, ৮ অগস্ট: বিমানবন্দরে অতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে সামনের অংশ ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। কেরালার কোঝিকোড়ের (Kozhikode)
কারীপুর বিমানবন্দরে (Karipur Airport ) অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি দুবাই থেকে কোঝিকোড়েতে আসছিল। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮, আহত ১২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ২ জন পাইলট। প্লেনের ৪ জন বিমানকর্মী তারা সুরক্ষিত রয়েছেন।
কেরালার গভর্নর আরিফ মহম্মদ খান ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ কারীপুর বিমানবন্দরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন। প্রধানমন্ত্রী এই দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথাবার্তা হয়েছে। কর্তৃপক্ষ সবরকমভাবে সাহায্য করবে। দু'টি রিলিফ বিমান পাঠানো হয়েছে দিল্লি ও মুম্বই থেকে। এএআইবি, ডিজিসিএ ও ফ্লাইট সেফটি বিভাগ বিষয়টি তদন্ত করে দেখছে। দুবাই-কোঝিকোড় বিমানটি যে সময় অবতরণ করছিল, সেই সময় দৃশ্যমানতা ছিল দুই হাজার মিটার। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, বিমানটি পূর্ণ গতিতে অবতরণ করে এবং রানওয়ে টপকে খাদে গিয়ে পড়ে। আরও পড়ুন, কেরালার কারীপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে দু'টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান, মৃত ১৪, আহত ১২৩
Our task would have been much more difficult if the plane had caught fire. I am going to the airport (Kozhikode International Airport in Karipur): Hardeep Singh Puri, Civil Aviation Minister #Kerala https://t.co/4jXb4PAxQI
— ANI (@ANI) August 8, 2020
Kerala: Wreckage of #AirIndiaExpress flight that crash-landed at Kozhikode International Airport in Karipur yesterday.
17 people, including two pilots, have lost their lives in the incident. pic.twitter.com/UUWTjAlTgZ
— ANI (@ANI) August 8, 2020
মাটি ছোঁয়ার মুহূর্তেই বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি বৃষ্টিভেজা রানওয়েতে পিছলে যায়। তারপর রানওয়ে পেরিয়ে পাশের একটি খাদে পড়ে যায় সেটি। বিশাল বিমানটি মাঝখান থেকে ভেঙে দু’টুকরো হয়ে যায়।