Air India Express Flight (Photo Credits: Wikimedia Commons)

ফের বিমান দুর্ঘটনার মুখে পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। বৃহস্পতিবার বিশাখাপত্তনম থেকে হায়দরাবাদগামী একটি বিমান রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। পাখি ধাক্কায় বিমানের সামনের অংশে কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে তড়িঘড়ি বিমানটি ঘুরিয়ে ভাইজাগ বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরবর্তীকালে অনির্দিষ্ট সময়ের জন্য বিমানটি বাতিল করে দেওয়া হয়। যদিও এই দুর্ঘটনায় সুরক্ষিত রয়েছেন সমস্ত বিমানযাত্রীরাই। পাশাপাশি যাত্রীদের অন্য বিমানে করে গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।

ফিটনেস সার্টিফিকেট বাতিল হয়েছে বিমানের

জানা যাচ্ছে, এদিন ২টো ৩৮ মিনিটে ভাইজাগ বিমানবন্দর থেকে ছাড়া হয় IX 2658 বিমানটি। আর ৩টের মধ্যে জরুরি অবতরণ করানো হয় বিমানটি। জানা যাচ্ছে, পাখির ধাক্কায় বিমানের নাকের অংশটি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। যে কারণে সার্টিফিকেশন না পাওয়ায় বিমানটি বাতিল করা হয়েছে। আচমকাই বিমান বাতিল হওয়ার জেরে চরম দুর্ভোগে শিকার হন যাত্রীরা।

দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ

এদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে এই দুর্ঘটনা সম্পর্কে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে যাত্রীদের হয়রানি নিয়েও দুঃখপ্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। বর্তমানে বিমানটি মেরামতির কাজ চলছে বলে জানা গিয়েছে।