নয়াদিল্লিঃ ফের এয়ার ইন্ডিয়ার (Air India)বিমানে বিপত্তি। ইঞ্জিনে আগুন লাগতেই মেডে কল দিলেন পাইলট। দিল্লি বিমানবন্দরে ফেরানো হল ইন্দোরগামী বিমানটিকে। আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে।জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দর থেকে ইন্দোরের দিকে রওনা দেয় ইন্ডিগোর এআই-২৯১৩ বিমানটি। উড়ানের পরই ট্র্যাফিক কন্ট্রোল-কে সতর্ক করেন বিমান চালক।এরপর এটিসি-র নির্দেশেই দিল্লি বিমানবন্দরে ফেরানো হয় বিমানটিকে।
জানা গিয়েছে, ঘটনাটি ৩১ অগস্টের। এদিন ভোর ৬ টায় দিল্লি বিমানবন্দর থেকে ইন্দোরের করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। উড়ানের ৩০ মিনিট পরই ফের দিল্লি বিমানবন্দরে ফেরানো হয় বিমানটিকে। বিমানটিতে ৯০ জন যাত্রী ছিলেন। বিমান সওয়ার যাত্রীদের সুরক্ষিতভাবে উদ্ধার করা হয় বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। পরে দমকলের সহায়তায় আগুন নেভানো হয়। কীভাবে ইঞ্জিনে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় নজর রেখেছে ডিজিসিএ।
এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিপত্তি! মাঝ আকাশে মেডে কল পাইলটের
🚨
Air India Delhi-Indore Weekend Flight Gave Mayday Call After Engine Fire
#Latest #News #Bharat #India #BreakingNews #TrendingNews #BigBreaking #breaking #latestupdates #updates #world #trending #NewsUpdates #Newsfeed #TrendingNow #viralnews https://t.co/zdweXo07kb
— Instant News ™ (@InstaBharat) September 2, 2025