Flight, Representational Image (Picture Courtesy: ANI)

নয়াদিল্লিঃ মধ্যারাতে পাকিস্তান (Pakistan) ও পাক অধিকৃত কাশ্মীরে (POK)সফল অভিযান ভারতীয় সেনার (Indian Army)। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একাধিক জঙ্গিঘাঁটি। এই অভিযানের নাম দেওয়া হয়েছে'অপারেশন সিঁদুর (Operation Sindoor)।' এই অভিযানের পরই আকাশসীমায় জারি হল হাই অ্যালার্ট। যার জেরে বাতিল এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একাধিক বিমান। নিরাপত্তার কথা মাথায় রেখেই বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থাগুলি। এদিন এয়ার ইন্ডিয়ার তরফে এক্স হ্যান্ডলে বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, ভুজ, জোধপুর, জামনগর, চণ্ডীগড়, অমৃতসর, এবং রাজকোট থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলিয়ে যেসব বিমান অবতরণ করার কথা ছিল সেগুলিও আপাতত বাতিল থাকছে। অমৃতসরগামী দু’টি আন্তর্জাতিক বিমান দিল্লিতে অবতরণ করানো হয়েছে। যাত্রীদের সমস্যার জন্য আমরা দুঃখিত।’’

আরও পড়ুনঃ 'কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারত' অপরেশন সিঁদুরের পরে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইসলামাবাদ

অপরেশন সিঁদুরের প্রভাব পড়ল ভারতের বিমান পরিষেবায়

এই আবহে বিমানসংস্থা স্পাইসজেট জানিয়েছে, ‘‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে শ্রীনগর, অমৃতসর,লেহ,ধর্মশালাসহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। যার জেরে এইসব বিমানবন্দরগুলিতে বিমানের ওঠানামা প্রভাবিত হতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে সকলকে যাত্রার পরিকল্পনা করতে অনুরোধ করা হচ্ছে।’’ একই সঙ্গে বিবৃতি পেশ করেছে ইন্ডিগো। এদিন ইন্ডিগোর তরফে বলা হয়েছে, ‘‘পরিবর্তিত পরিস্থিতির কারণে শ্রীনগর, জম্মু, চণ্ডীগড়, অমৃতসর, লেহ, ধর্মশালা থেকে আমাদের সমস্ত বিমান বুধবারের জন্য বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলিতে আমাদের কোনও বিমা ওঠানামা করবে না। বিমানবন্দরে পৌঁছনোর আগে বিমান সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইট ঘেঁটে দেখে নিন।’’ পরে জোধপুর এবং বিকানেরের বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে বলে জানানো হয়েছে এই বিমানসংস্থার তরফে।

আকাশসীমায় জারি হাই অ্যালার্ট, বন্ধ একাধিক বিমানবন্দর, বুধে বাতিল উড়ান