AIMIM leader Asaduddin Owaisi

নতুন দিল্লি, ৪ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের মিরাটে কনভয়ে গুলি চলার পরই এআইমআইম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিকে  (AIMIM chief Asaduddin Owaisi) জেট ক্যাটাগরির নিরাপত্তা ( Z Category Security) দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। যদিও সেই নিরাপত্তা ফেরালেন আসাদুদ্দিন। আজ সংসদে তিনি বলেন, "আমি মৃত্যুকে ভয় করি না। আমি জেড ক্যাটাগরির নিরাপত্তা চাই না, আমি এটা প্রত্যাখ্যান করছি। আমাকে 'এ' ক্যাটাগরির নাগরিক করুন। আমি চুপ থাকব না। অনুগ্রহ করে ন্যায়বিচার করুন। শুটারদের ইউএপিএ (UAPA) ধারায় অভিযুক্ত করুন। ঘৃণা, মৌলবাদ বন্ধ করার জন্য সরকারকে আবেদন করছি।"

গতকাল উত্তরপ্রদেশের মিরাটের কিথাউরে একটি নির্বাচনী কর্মসূচিতে যান আসাদুদ্দিন। কর্মসূচি শেষ করার পরে তিনি  সড়কপথে দিল্লি রওনা দিয়েছিলেন। ছাজারসি টোল প্লাজার কাছে তাঁর গাড়ির উপর ৩-৪ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই হামলার পরই হায়দরাবাদের সাংসদকে জেড ক্যাটাগরি স্তরের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। নিরাপত্তা দেওয়ার ভার যায় সিআরপিএফ-র হাতে। যদিও জেড ক্যাটাগরির নিরাপত্তা নিতে রাজি হলেন না হায়দরাবাদের সাংসদ।

ANI-র টুইট: 

auto_awesome

Did you mean: On 7th February, Union Home Minister Amit Shah (in file pic) will give a detailed reply in Parliament on the incident of firing on AIMIM MP Asaduddin Owaisi car in Uttar Pradesh.

এদিকে, এই ঘটনায় ৭ ফেব্রুয়ারি সংসদে বিস্তারিত জবাব দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।