কল্লাকুরিচি বিষমদকাণ্ডে ্ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। এই নিয়ে বর্তমানে শাসক-বিরোধী তরজা চরমে চলছে তামিলনাড়ুতে। বৃহস্পতিবার সকাল থেকেই চেন্নাইতে অনশন বিক্ষোভে বসেছেন রাজ্যের অন্যতম বিরোধী দল এআইডিএমকের নেতারা। পালেনস্বামীর দাবি, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করছে না ডিএমকে সরকার। সেই কারণে সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভে বসেছে এআইডিএমকে। দিনকয়েক আগে বিধানসভায় কালো পোশাক পরে কল্লাকুরিচির ঘটনাায় তীব্র প্রতিবাদ করেছিলেন পালেনস্বামীরা। এবার এই অনশন বিক্ষোভের কারণে কার্যত চাপে পড়তে চলেছে স্ট্যালিনের সরকার।
তামিলনাড়ু বিষমদকাণ্ডে বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৩। এখনও গুরুতর অসুস্থ রয়েছেন অনেকে। বেশকয়েকজনকে সুস্থ হয়ে ওঠার কারণে ছেড়ে দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু এখনও হাসপাতালে ভর্তি রয়েছে একশোরও বেশি মানুষ। তামিলনাড়ুর এই ছোট্ট গ্রামে বর্তমানে মদের নেশার কারণে প্রতিদিনই স্বজনহারা হচ্ছে বহু পরিবার। আর এই কারণে কেন্দ্র রাজ্য উভয়দিকেই সাড়াশি আক্রমণের শিকার হচ্ছে স্ট্যালিনের সরকার।
AIADMK holds hunger strike demanding CBI inquiry over Kallakurichi hooch tragedy
Read @ANI Story | https://t.co/1rbByQl8Im#AIADMK #HungerStrike #KallakurichiHoochTragedy pic.twitter.com/Dy3VXQR3OH
— ANI Digital (@ani_digital) June 27, 2024
এই ঘটনার সূত্রপাত সপ্তাহখানেক আগে হয়েছিল। কল্লাকুরিচি থেকে অসংখ্য মানুষ হাসপাতালে পেটের ব্যাথা নিয়ে ভর্তি হচ্ছিলেন। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন রোগীদের পেটে রয়েছে বিষমদ। সেদিনই প্রায় ২০ জনের বেশি মানুষ মারা যান। তারপরেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে কল্লাকুরিচিতে একটি অস্থায়ী মদের দোকানে দেদার বিষমদ বিক্রি হচ্ছিল। আর সেই খেয়েই এই অবস্থা হয় এলাকাবাসীদের। আপাতত এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।