Elephants Crossing Railway Line. (Photo Credits: X)

AI Protects Elephants: আজ, মঙ্গলবার বিশ্বহাতি দিবস। হাতিদের ভালবাসা-সম্মান জানানোর দিন। #WorldElephantDay-তে একটা বড় খবর জানালেন তামিলনাড়ু বন বিভাগের অধিকর্তা আইএএস সুপ্রিয়া সাহু। তিনি জানালেন, AI-র সৌজন্যে প্রকৃত অর্থে তৈরি করা গিয়েছে হাতিদের নিরাপদ পথ (Safe Elephant Passage)। তামিলনাড়ুর বন বিভাগের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত সতর্কতা ব্যবস্থা মাদুক্কারাই, কোয়েম্বাটুরে একদল হাতির পরিবারকে নিরাপদে রেললাইন পার হতে সাহায্য করছে। কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে (AI-powered early warning system) আগে থেকেই চালক, সিগন্য়াল ম্যানদের কাছে সতর্কতা চলে যাচ্ছে। এতে বাঁচছে হাতিদের জীবন। এই ঘটনার ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, " দৃশ্যটা দেখে মন ভরে যায়। বিশ্ব হাতি দিবসে এর চেয়ে ভালো শ্রদ্ধা আর কী হতে পারে—হাতিদের নিরাপদ জীবনের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। যেটার খুব প্রয়োজন। নভেম্বর ২০২৩ থেকে এই ব্যবস্থার জন্য রেললাইনে একটাও হাতি মারা যায়নি। ১২টা টাওয়ার আর ২৪টা থার্মাল ক্যামেরা দিয়ে সবসময় নজর রাখা হচ্ছে, ইতিমধ্যে ৬,৫৯২টি হাতি নিরাপদে পার হয়েছে।"

অসাধারণ উদ্যোগের প্রশংসা

এইপর সেই টুইটে তিনি জানান, এই উদ্যোগ সম্ভব করে তুলছেন বনরক্ষী, ট্র্যাক ওয়াচার, গার্ড, লোকো পাইলট আর অফিসাররা—তাদের সবাইকে স্যালুট। এমন আরও উদ্যোগ নিতে হবে, যাতে এই সুন্দর হাতির পরিবারগুলো বহুদিন টিকে থাকে।"

দেখুন কীভাবে AI নিরাপদে হাতিদের রেললাইন পার হতে সাহায্য করছে

পরিসংখ্যানে হাতি-রেল দুর্ঘটনা

এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, ১৯৮৭ থেকে ২০১৮ পর্যন্ত রেললাইন দুর্ঘটনায় ২৪৯টি হাতি মারা গিয়েছিল। রেল-হাতি দুর্ঘটনার কারণে ভারতের রেলপথে প্রায় ৬৯,৬৭৬ কোটি টাকা (ফ্রেট) এবং ২৮,৬৪৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।