আমেদাবাদ, ১৩ নভেম্বর: গুজরাটের বন্দে ভারত এক্সপ্রেসে এক যাত্রীর ব্যাগ থেকে চুরির অভিযোগ। আমেদাবাদের বোপাল অঞ্চলের বাসিন্দা ৫৫ বছরের এক ব্যক্তি রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ করেন, বন্দে ভারত ট্রেনে সফর করার সময় তাঁর ব্যাগ চুরি যায়। চুরি যাওয়া ব্যাগটিতে ৬ লক্ষ টাকার গয়না ছিল বলে তিনি জানান। গত মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেস থেকে এই চুরি হয় বলে এফআইআর দায়ের করেন পরেশ সোনানি নামের এক যাত্রী।
পরেশ জানান, তিনি বাড়ি থেকে ব্যাগ হাতে বের হন। তারপর বাস ধরে ইস্কন ক্রসরোড হয়ে ট্রেন ধরেন। বন্দে ভারত ট্রেনে উঠে তার পাশের সিটে ৬ লক্ষ টাকা থাকা গয়না ভর্তি ব্যাগটা রাখেন। আরও পড়ুন-৬ ঘণ্টা ধরে বরফে হেঁটে নির্বাচন করিয়ে ফিরছেন ভোটকর্মীরা, দেখুন ভিডিয়ো
দেখুন টুইট
#Ahmedabad: Rs 6 lakh theft aboard #VandeBharat train https://t.co/LXTiI4LW3i
— The Times Of India (@timesofindia) November 13, 2022
তারপর অন্য কিছু বিষয়ে ব্যস্ত থাকার পর যখন খেয়াল করেন, তখন দেখেন ব্যাগটি খোয়া গিয়েছে। স্টেশনের সিসিটিভি ফুটেজ থেকে আমেদাবাদ রেলওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।